Smartphones: ভারতে একই দিনে লঞ্চ হয়েছে তিনটি স্মার্টফোন, কোন কোন মডেল লঞ্চ হয়েছে? দাম কত?

Smartphone: ভারতে একই দিনে লঞ্চ হয়েছে নোকিয়া সি১২ প্রো, রিয়েলমি সি৫৫, আইকিউওও জেড৭ ৫জি ফোন।

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস

1/10
নোকিয়া সি১২ প্রো (Nokia C12 Pro), এই বাজেট স্মার্টফোন ভারতে লঞ্চ হয়েছে সম্প্রতি। নোকিয়ার (Nokia Budget Phone) এই ফোন দু'টি স্টোরেজ কনফিগারেশন এবং তিনটি রঙে লঞ্চ হয়েছে।
2/10
এই ফোনের ২ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯৯৯ টাকা। অন্যদিকে ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৪৯৯ টাকা।
3/10
নোকিয়া সি১২ প্রো ফোনের এই দুই ভ্যারিয়েন্টে ২ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যামের ফিচার রয়েছে। light mint, charcoal, dark cyan- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে নোকিয়া সি১২ প্রো ফোন।
4/10
ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি 'সি' সিরিজের (Realme Smartphone) নতুন ফোন রিয়েল সি৫৫। এই ফোনের দাম ১০ হাজার টাকার আশপাশে।
5/10
রিয়েলমির এই ফোনে রয়েছে নতুন একটি ফিচার 'মিনি ক্যাপস্যুল' (Mini Capsule)। এই ফিচারের সাহায্যে ফোনের মধ্যেই ইউজার ব্যাটারি, স্টেপ কাউন্ট এবং ডেটা ব্যবহারের পরিমাণ দেখতে পাবেন নোটিফিকেশনের মাধ্যমে।
6/10
আগামী ২৮ মার্চ থেকে ভারতে এই ফোনের বিক্রি শুরু হবে। রিয়েলমি সি৫৫ ফোনের দাম শুরু হচ্ছে ১০,৯৯৯ টাকা থেকে। Sun shower এবং Rainy Night- এই দুই রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি সি৫৫ ফোন।
7/10
জানা গিয়েছে, এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা।
8/10
আইকিউওও জেড৭ ৫জি (iQoo Z7 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। দুটো স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং দুটো রঙে লঞ্চ হয়েছে আইকিউওও সংস্থার এই ফোন। অ্যামাজন এবং আইকিউওও ই-স্টোর থেকে কেনা যাবে আইকিউওও জেড৭ ৫জি ফোন।
9/10
এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা।
10/10
Norway Blue এবং Pacific Night- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড৭ ৫জি ফোন। ব্যাঙ্ক অফারের মাধ্যমে ৬ জিবি ভ্যারিয়েন্ট ১৭,৪৯৯ টাকায় এবং ৮ জিবি মডেল ১৮,৪৯৯ টাকায় কেনা যাবে।
Sponsored Links by Taboola