Smartphones: ভারতে একই দিনে লঞ্চ হয়েছে তিনটি স্মার্টফোন, কোন কোন মডেল লঞ্চ হয়েছে? দাম কত?
নোকিয়া সি১২ প্রো (Nokia C12 Pro), এই বাজেট স্মার্টফোন ভারতে লঞ্চ হয়েছে সম্প্রতি। নোকিয়ার (Nokia Budget Phone) এই ফোন দু'টি স্টোরেজ কনফিগারেশন এবং তিনটি রঙে লঞ্চ হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ফোনের ২ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯৯৯ টাকা। অন্যদিকে ৩ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৪৯৯ টাকা।
নোকিয়া সি১২ প্রো ফোনের এই দুই ভ্যারিয়েন্টে ২ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যামের ফিচার রয়েছে। light mint, charcoal, dark cyan- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে নোকিয়া সি১২ প্রো ফোন।
ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি 'সি' সিরিজের (Realme Smartphone) নতুন ফোন রিয়েল সি৫৫। এই ফোনের দাম ১০ হাজার টাকার আশপাশে।
রিয়েলমির এই ফোনে রয়েছে নতুন একটি ফিচার 'মিনি ক্যাপস্যুল' (Mini Capsule)। এই ফিচারের সাহায্যে ফোনের মধ্যেই ইউজার ব্যাটারি, স্টেপ কাউন্ট এবং ডেটা ব্যবহারের পরিমাণ দেখতে পাবেন নোটিফিকেশনের মাধ্যমে।
আগামী ২৮ মার্চ থেকে ভারতে এই ফোনের বিক্রি শুরু হবে। রিয়েলমি সি৫৫ ফোনের দাম শুরু হচ্ছে ১০,৯৯৯ টাকা থেকে। Sun shower এবং Rainy Night- এই দুই রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি সি৫৫ ফোন।
জানা গিয়েছে, এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা।
আইকিউওও জেড৭ ৫জি (iQoo Z7 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। দুটো স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং দুটো রঙে লঞ্চ হয়েছে আইকিউওও সংস্থার এই ফোন। অ্যামাজন এবং আইকিউওও ই-স্টোর থেকে কেনা যাবে আইকিউওও জেড৭ ৫জি ফোন।
এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা।
Norway Blue এবং Pacific Night- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড৭ ৫জি ফোন। ব্যাঙ্ক অফারের মাধ্যমে ৬ জিবি ভ্যারিয়েন্ট ১৭,৪৯৯ টাকায় এবং ৮ জিবি মডেল ১৮,৪৯৯ টাকায় কেনা যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -