Smartphone: ৬ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে তিনটি স্মার্টফোন, রইল তালিকা
রিয়েলমি সি৩৩- রিয়েলমি 'সি' সিরিজের এই ফোন আগামী ৬ সেপ্টেম্বর লঞ্চ হবে ভারতে। এর সঙ্গেই লঞ্চ হবে আরও দু'টি ফোন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরেডমি এ১ এবং রেডমি ১১ প্রাইম ৫জি- শাওমির সাব-ব্র্যান্ড রেডমির এই দুই স্মার্টফোনও লঞ্চ হবে ৬ সেপ্টেম্বর।
রিয়েলমি সি৩৩ ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকবে। এছাড়াও থাকবে ৫০০০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারি।
রেডমি এ১ ফোনে একটি মিডিয়াটেক চিপসেট থাকতে পারে। তবে নিশ্চিত ভাবে কোন চিপসেট থাকবে তা জানা যায়নি। তবে যে নতুন প্রসেসর রেডমি এ১ ফোনে থাকবে শোনা যাচ্ছে তার সাহায্যে ক্লিন অডিও এক্সপিরিয়েন্স পাবেন ইউজাররা।
ভারতে রেডমি ১১ প্রাইম ৫জি ফোনের দাম ২০ হাজার টাকার মধ্যে হবে বলে মনে করা হচ্ছে। যদিও নিশ্চিত ভাবে দাম জানা যায়নি।
রেডমি এ১ ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৫০০০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারি। এর পাশাপাশি শোনা যাচ্ছে লেদার টেক্সচারের রেয়ার প্যানেল থাকতে পারে রেডমি এ১ ফোনে।
Sandy Gold, Aqua Blue, Night Sea- এই তিন রঙে লঞ্চ হতে পারে রিয়েলমি সি৩৩ ফোন। ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ, ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- এই তিনটি ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমি সি৩৩ ফোন।
রিয়েলমি সি৩৩ ফোনে ৫০০০ এমএএইচের শক্তিশালী একটি ব্যাটারি থাকবে বলে জানিয়েছে সংস্থা। এই ব্যাটারি ৩৭ দিনের স্ট্যান্ডবাই টাইম দেবে বলেও শোনা যাচ্ছে। এছাড়াও থাকবে একটি আলট্রা সেভিং মোড। এক্সটেন্ডেড ব্যাটারি লাইফের জন্য এই ফিচার থাকবে বলে জানা গিয়েছে।
রেডমি এ১ ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাপোর্ট থাকতে পারে। আর LED ফ্ল্যাশ থাকার সম্ভাবনা রয়েছে।
অন্তত তিনটি রঙে রেডমি এ১ ফোনে লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে কী কী রঙে এই ফোন লঞ্চ হতে পারে তা এখনও স্পষ্ট নয়। রেডমি সংস্থার ‘Diwali With Mi' লঞ্চের অন্তর্ভুক্ত হতে পারে রেডমি এ১ লঞ্চ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -