Tech Tips: নেটদুনিয়ায় কী ভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন? রইল সহজ টিপস
অনলাইন ক্লাস থেকে নেটব্যাঙ্কিং বা ওয়ার্ক ফ্রম হোম। ইন্টারনেট ছাড়া জীবন যেন আর ভাবাই যায় না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু অত্যন্ত জরুরি এই নেটদুনিয়ায় যে কত রকম ফাঁদ পাতা, সে খবর হয়তো আমাদের অনেকের এখনও অজানা।
গোপন তথ্য ফাঁস হওয়া থেকে হরেক রকম জালিয়াতি, ভার্চুয়াল জগতের আড়ালে আবডালে লুকিয়ে থাকে নানা চক্র ও ফাঁদ।
সেই ফাঁদের খপ্পর থেকে কী ভাবে বাঁচাবেন নিজেকে? কী ভাবেই বা গোপন রাখবেন ব্যক্তিগত তথ্য? রইল কিছু সহজ টিপস।
প্রথমত, কোনও ওয়েবসাইটের মাধ্যমে আর্থিক লেনদেনের আগে অবশ্যই জেনে নিন সেটি এনক্রিপ্টেড কিনা।
এতে আপনার অনলাইন আইডেন্টিটি সুরক্ষিত থাকার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। সাইটের অ্যাড্রেসে 'https' এবং আপনার ব্রাউজারের অ্যাড্রেস বারে লক বা তালার আইকনটি রয়েছে কি? থাকলে ধরে নিতে পারেন সাইটটি এনক্রিপ্টেড।
পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে সচেতন হোন। বড় হাতের, ছোট হাতের অক্ষর, সংখ্যা, স্পেশ্যাল ক্যারাকটার মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করুন।
যদি কোনও 'কুকিজ' থেকে থাকে, তা মুছে ফেলুন। কারণ 'কুকিজ' না মোছা হলে আপনার ব্রাউজিং সেশন সম্পর্কে তুলনামূলক ভাবে সহজে খোঁজ পেতে পারে হ্যাকাররা। শেষত, প্রাইভেসি ডেটা প্রোটেকশন ব্যবহার করুন। এতে বাইরের যে কারও পক্ষে আপনার নেটওয়ার্কে ঢোকা কঠিন হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -