Earphones: ইয়ারফোনের মেয়াদ বাড়াতে চান? জেনে নিন কী কী করবেন
আপনার ইয়ারফোন বা হেডফোন কিংবা ইয়ারয়াবাডসের মেয়াদ বাড়াতে অর্থাৎ অনেকদিন টিকিয়ে রাখার জন্য কী কী টিপস মেনে চলবেন একনজরে দেখে নিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহেডফোন বা ইয়ারফোন নিয়মিত ভাবে পরিষ্কার রাখা প্রয়োজন। ধুলো জমলে ডিভাইস নষ্ট হয়ে যেতে পারে।
ইয়ারফোন কোনও একটা পাউচের মধ্যে ঢুকিয়ে রাখলে ভাল থাকবে। জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না।
ইয়ারফোনের তারের ব্যাপারে সতর্ক থাকুন। পেঁচিয়ে রাখবেন না। এর ফলে নষ্ট হয়ে যেতে পারে ইয়ারফোন।
ইয়ারফোনের ইয়ারবাডসের অংশের প্যাডগুলো মাঝে মাঝে পরিবর্তন করলেই ইয়ারফোন ভাল থাকবে।
যে কোম্পানির ফোন ব্যবহার করছেন, সেই কোম্পানির ইয়ারফোন ব্যবহার করলে ডিভাইস ভাল থাকে।
চার্জ দেওয়া যায় যেসব ইয়ারফোনে অর্থাৎ ব্লুটুথ ইয়ারফোন বা ইয়ারবাডসে চার্জ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন।
কোথায়, কীভাবে ইয়ারফোন রাখছেন সেটাও ইয়ারফোন ভাল রাখার জন্য গুরুত্বপূর্ণ।
ইয়ারফোনে কখনই খুব বেশি জোরে আওয়াজ দিয়ে শুনবেন না। এর জেরে ইয়ারফোন দ্রুত খারাপ হতে পারে।
আর্দ্রতা এবং ধুলোবালি থেকে ইয়ারফোন দূরে রাখুন। এর ফলে ইয়ারফোন অনেকদিন পর্যন্ত ভাল থাকবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -