Earphones: ইয়ারফোনের মেয়াদ বাড়াতে চান? জেনে নিন কী কী করবেন
Earphones: আপনার ইয়ারফোন ভাল রাখতে এবং অনেকদিন ধরে টিকিয়ে রাখার জন্য কী কী করা প্রয়োজন, জেনে নিন।
প্রতীকী ছবি
1/10
আপনার ইয়ারফোন বা হেডফোন কিংবা ইয়ারয়াবাডসের মেয়াদ বাড়াতে অর্থাৎ অনেকদিন টিকিয়ে রাখার জন্য কী কী টিপস মেনে চলবেন একনজরে দেখে নিন।
2/10
হেডফোন বা ইয়ারফোন নিয়মিত ভাবে পরিষ্কার রাখা প্রয়োজন। ধুলো জমলে ডিভাইস নষ্ট হয়ে যেতে পারে।
3/10
ইয়ারফোন কোনও একটা পাউচের মধ্যে ঢুকিয়ে রাখলে ভাল থাকবে। জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না।
4/10
ইয়ারফোনের তারের ব্যাপারে সতর্ক থাকুন। পেঁচিয়ে রাখবেন না। এর ফলে নষ্ট হয়ে যেতে পারে ইয়ারফোন।
5/10
ইয়ারফোনের ইয়ারবাডসের অংশের প্যাডগুলো মাঝে মাঝে পরিবর্তন করলেই ইয়ারফোন ভাল থাকবে।
6/10
যে কোম্পানির ফোন ব্যবহার করছেন, সেই কোম্পানির ইয়ারফোন ব্যবহার করলে ডিভাইস ভাল থাকে।
7/10
চার্জ দেওয়া যায় যেসব ইয়ারফোনে অর্থাৎ ব্লুটুথ ইয়ারফোন বা ইয়ারবাডসে চার্জ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন।
8/10
কোথায়, কীভাবে ইয়ারফোন রাখছেন সেটাও ইয়ারফোন ভাল রাখার জন্য গুরুত্বপূর্ণ।
9/10
ইয়ারফোনে কখনই খুব বেশি জোরে আওয়াজ দিয়ে শুনবেন না। এর জেরে ইয়ারফোন দ্রুত খারাপ হতে পারে।
10/10
আর্দ্রতা এবং ধুলোবালি থেকে ইয়ারফোন দূরে রাখুন। এর ফলে ইয়ারফোন অনেকদিন পর্যন্ত ভাল থাকবে।
Published at : 23 Jul 2022 11:55 PM (IST)