২০ বছর আগে কম্পিউটার ব্যবহার করতেন পুরুষরাই, আর আজ? বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবসে জেনে নিন খুঁটিনাটি
সাম্প্রতিককালে কম্পিউটর এবং আমাদের জীবন একে ওপরের সঙ্গে জড়িয়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিজ্ঞান সাবালক হওয়ার সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে কম্পিউটারের প্রয়োজনীয়তা। আজ স্কুল-কলেজ থেকে অফিসের যাবতীয় কাজই এই যন্ত্র ছাড়া কার্যত অসম্পূর্ণ।
কাজেই বর্তমান যুগে কম্পিউটার সাক্ষরতা দিবস পালনের তাৎপর্য অনেকটাই।
NIIT ২০০১ সালে তাদের ২০ তম বর্ষপূর্তি উদজাপনের দিন থেকেই বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস পালন করা হয়।
প্রতিবছর ২ ডিসেম্বর পালিত হয় দিনটি। বিশেষত শিশু এবং মহিলাদের প্রযুক্তিগত দক্ষতার বিকাশকে উত্সাহিত করার জন্যই এই উদ্যোগ।
২০০১-এ একটি গবেষণায় দেখা গিয়েছিল সারা বিশ্বে বেশিরভাগ কম্পিউটার ব্যবহারকারী পুরুষ। কাজেই অন্যদের মধ্যেও এই শিক্ষার ব্যাপ্তি ঘটাতেই এই দিনটির সূচনা।
সচেতনতা তৈরি করা এবং বিশ্বব্যাপী অনুন্নত সম্প্রদায়গুলিতে ডিজিটাল সাক্ষরতা দেওয়াই এই দিনটি পালনের অন্যতম কারণ।
কম্পিউটরের অ্যালগরিদম লেখার জন্য ইংরেজ গণিতবিদ অ্যাডা লাভলেসকে প্রথম কম্পিউটার প্রোগ্রামার বলা হয়।
১৮০০ দশকের মাঝামাঝি সময়ে তিনি প্রথম কম্পিউটার প্রোগ্রামিং লেখেন। ২৭ নভেম্বর কম্পিউটার প্রোগ্রামার অ্যাডা লাভলেসের মৃত্যু হয়।
কম্পিউটার শব্দটির উত্পত্তি ইংরাজি কম্পিউট শব্দ থেকে, যার অর্থ গণনা করা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -