Twitter Blue: ভারতে আইফোন ইউজাররা পাবেন ট্যুইটার ব্লু- এর পরিষেবা, সাবস্ক্রিপশনের খরচ কত?

Twitter Blue Subscription: আগামী দিনে আরও ফিচার যুক্ত হবে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনে। কমবে বিজ্ঞাপন, বড় ভিডিও পোস্ট করার সুবিধা এবং আরও অনেক সুযোগ পাওয়া যাবে।

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস

1/10
ট্যুইটারের নতুন ফিচার ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন (Twitter Blue Subscription) বিশ্বের একাধিক অঞ্চলে উপলব্ধ হয়েছে। সেই তালিকায় রয়েছে ভারতও।
2/10
ট্যুইটারের তরফে এখনও ভারতে ব্লু সাবস্ক্রিপশনের খরচ সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে অ্যাপেলের অ্যাপ স্টোর (Apple App Store) ভারতের আইফোন (iPhone) ইউজারদের জন্য কিছু তথ্য প্রকাশ করেছে।
3/10
ট্যুইটারের ব্লু ভেরিফিকেশন মার্ক কিনতে হলে ভারতের আইফোন ইউজারদের কত টাকা দিতে হবে এবং কী কী সুবিধা পাবেন, তা জেনে নিন।
4/10
জানা গিয়েছে, ভারতের আইফোন ইউজারদের ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন ব্যবহার করার জন্য মাসে ৯৯৯ টাকা দিতে হবে। অ্যান্ড্রয়েড ইউজারদের ক্ষেত্রে এই খরচের পরিমাণ কত হতে চলেছে তা এখনও জানা যায়নি।
5/10
প্রাথমিক ভাবে ওয়েব এবং আইওএস- এর ক্ষেত্রে এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা করবে ট্যুইটার কর্তৃপক্ষ। হয়তো সেই কারণেই এখনও অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের খরচ প্রকাশ্যে আসেনি। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের অনেকে।
6/10
এর আগে শোনা গিয়েছিল, ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের জন্য ভারতীয় ইউজারদের ৭১৯ টাকা দিতে হবে। তবে এই ফিচার নতুন করে লঞ্চের পর শোনা গিয়েছে যে খরচ বেড়ে গিয়েছে।
7/10
অ্যাপেল অ্যাপ স্টোরে ট্যুইটার অ্যাপ রাখতে হলে অ্যাপ কর্তৃপক্ষকে ৩০ শতাংশ 'ফি' দিতে হবে বলে আগেই শোনা গিয়েছিল। অনুমান, সেই সূত্রেই ভারতে আইওএস ইউজারদের ক্ষেত্রে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের খরচ বাড়ানো হয়েছে।
8/10
আমেরিকার ক্ষেত্রে ট্যুইটার ব্যবহাকারীদের মধ্যে যাঁরা অ্যান্ড্রয়েডে ট্যুইটার ব্যবহার করেন, তাঁদের প্রতি মাসে খরচ ৮ ডলার। তবে ট্যুইটারের ব্লু সাবস্ক্রিপশন পাবেন।
9/10
অন্যদিকে আইওএস ইউজারদের ক্ষেত্রে মাসে ১১ ডলার দিতে হবে ব্লু সাবস্ক্রিপশন পাওয়া জন্য। এতদিন যাঁদের ট্যুইটারে ব্লু টিক অ্যাকাউন্ট ছিল, তাঁদেরকেও এই ভেরিফিকেশন ব্যাজ বজায় রাখার জন্য একই পরিমাণ খরচ করতে হবে। নাহলে অ্যাকাউন্টের ব্লু টিক বন্ধ হয়ে যাবে।
10/10
অ্যান্ড্রয়েড ভার্সানে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন কবে চালু হবে তা এখনও জানায়নি ট্যুইটার কর্তৃপক্ষ। অনুমান খুব তাড়াতাড়িই এই ফিচার চালু হবে।
Sponsored Links by Taboola