Twitter: ভারতে হাজির ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন, খরচ কত?
ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হয়েছে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন (Twitter Blue Subscription)। এতদিন পর্যন্ত ট্যুইটার প্রিমিয়াম সাবস্ক্রিপশন (Twitter Premium Subscription) নির্দিষ্ট কিছু দেশে উপলব্ধ ছিল। তবে এবার চালু হয়েছে ভারতেও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাসে ৯০০ টাকা খরচের বিনিময়ে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন (Twitter Blue Tick) কিনতে পারবেন ভারতীয় ইউজাররা। ভেরিফায়েড ফোন নম্বর থাকা সাবস্ক্রাইবাররা আপনাআপনিই একটি ব্লু ভেরিফায়েড ব্যাজ বা টিক মার্ক পাবেন নিজেদের ট্যুইটার অ্যাকাউন্ট।
অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই ভার্সানেই কাজ করবে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন। ওয়েব ভার্সানের জন্যেও ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন চালু হবে।
তবে এখন ভারতে এই পরিষেবা চালু নেই। আগামী দিন ভারতে এই পরিষেবা চালু হবে। কিন্তু এর খরচ এখনও জানা যায়নি।
আগে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের জন্য ইউজারদের আলাদা করে আবেদন করতে হতো। তবে এখন টাকার বিনিময়ে ট্যুইটার ব্লু টিক কিনতে পারবেন ইউজাররা।
বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন ওয়েব ভার্সানের খরচ হতে পারে মাসে ৬৫০ টাকা। যদি ইউজাররা বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে চান তাহলে মোট খরচ ৬৮০০ টাকা, অর্থাৎ মাসে ৫৬৬.৬৭ টাকা।
যে ইউজারের ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু টিক থাকবে সেখানে ইউজাররা কম বিজ্ঞাপন দেখতে পাবেন। এর পাশাপাশি বড় ট্যুইট করার সুযোগ থাকবে এবং আসন্ন ফিচারগুলির দ্রুত অ্যাকসেস পাবেন।
ব্লু টিক থাকা মানে একজন ইউজারের ট্যুইটার অ্যাকাউন্ট ভেরিফায়েড। সেক্ষেত্রে তাদের অ্যাকাউন্ট এবং সেখানের তথ্যকে মান্যতা দিতে হবে। এই ইউজারেরদের বিশেষ সুবিধা দেওয়া হবে বা প্রায়োরিটি দেওয়া হবে।
এর পাশাপাশি ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু টিক থাকলে একজন ইউজার ট্যুইট করার ৩০ মিনিট পরে পর্যন্ত তা এডিটের অপশন পাবেন। এছাড়াও ফুল এইচডি রেজোলিউশনের ভিডিও শেয়ার করার সুযোগও পাবেন ইউজাররা।
আগেই জানানো হয়েছিল যে ট্যুইটারে ব্লু টিক পরিষেবা পেতে চাইলে নতুন ট্যুইটার ইউজারদের ৯০ দিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ ৯০ দিন ট্যুইটারে থাকতে হবে। অর্থাৎ ট্যুইটার মাধ্যমে ৯০ দিন পূর্ণ করলে তবে একজন ইউজার ব্লু টিক ভেরিফিকেশন সাবস্ক্রিপশন নিতে পারবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -