Twitter Blue: পুনরায় লঞ্চ হচ্ছে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন, খরচ কত? কী কী সুবিধা পাওয়া যাবে

Twitter: ১২ ডিসেম্বর লঞ্চ হতে চলেছে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন। কী কী সুবিধা পাবেন ইউজাররা?

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস

1/10
অবশেষে ট্যুইটারে আসছে ব্লু সাবস্ক্রিপশন। ১২ ডিসেম্বর এই ফিচার পুনরায় লঞ্চ করতে চলেছেন ট্যুইটারের নতুন মালিক ইলন মাস্ক। ছবি সৌজন্য- নিজস্ব চিত্র।
2/10
জানা গিয়েছে, ওয়েবের ক্ষেত্রে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের খরচ মাসে ৮ ডলার। অন্যদিকে আইওএস- এর ক্ষেত্রে এই খরচ মাসে ১১ ডলার। ছবি সৌজন্য- নিজস্ব চিত্র।
3/10
আইফোন এবং ওয়েব ইউজারদের জন্যই প্রথমে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন ফিচার পরীক্ষা নীরিক্ষা করা হবে। অ্যান্ড্রয়েড ভার্সানের খরচ এখনও জানা যায়নি। তবে বেশিই হবে বলে মনে হচ্ছে। ছবি সৌজন্য- নিজস্ব চিত্র।
4/10
ওয়েব ভার্সানে ট্যুইটার ব্লু- এর জন্য মাসে ৮ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৬৬০ টাকা এবং আইওএস ভার্সানে মাসে ১১ ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৯০০ টাকা দিতে হবে ইউজারদের। ছবি সূত্র- পিক্সেলস।
5/10
অ্যাপেল অ্যাপ স্টোরে ট্যুইটার অ্যাপ রাখার জন্য অ্যাপ কর্তৃপক্ষকে ৩০ শতাংশ ফি দিতে হবে। সেজন্যই আইওএস ভার্সানে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের খরচ তুলনায় বেশি। ছবি সৌজন্য- পিক্সেলস।
6/10
অক্টোবর মাসের শেষের দিকে ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। তারপর থেকেই একাধিক পরিবর্তন এসেছে এই মাইক্রোব্লগিং মাধ্যমে। ছবি সৌজন্য- পিক্সেলস।
7/10
সেই সময়ে ট্যুইটারের এই ব্লু সাবস্ক্রিপশন ফিচার চালু হয়েছিল নির্দিষ্ট কিছু দেশে। তবে অনেক স্প্যাম প্রোফাইল ব্লু ব্যাজ পেয়ে যাওয়ার পর ট্যুইটার এই ফিচার বন্ধ করে দেয়। কারণ এই ফিচার আরও উন্নত করার প্রয়োজন ছিল। ছবি সৌজন্য- পিক্সেলস
8/10
এর আগে ২৯ নভেম্বর ট্যুইটার ব্লু চালু হওয়ার কথা ছিল। তা পিছিয়ে যায়। দ্বিতীয়বার ঠিক হয় ২ ডিসেম্বর ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন ফিচার চালু হবে। কিন্তু সেটাও পিছিয়ে যায়। ছবি সূত্র- পিক্সেলস।
9/10
এবার শেষ পর্যন্ত ১২ ডিসেম্বর লঞ্চ হতে চলেছে ট্যুইটারের ব্লু সাবস্ক্রিপশন। ট্যুইটারের ব্লু-টিক সাবস্ক্রিপশন পাওয়ার জন্য নতুন ইউজারদের ৯০ দিন অপেক্ষা করতে হবে। ছবি সূত্র- পিক্সেলস।
10/10
ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিক পরিবর্তন করেছেন ইলন মাস্ক। ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি পরিবর্তন এসেছে একাধিক নিয়মে। ছবি সৌজন্য- পিক্সেলস।
Sponsored Links by Taboola