Horoscope Today: বৃষর আর্থিক চাপের ইঙ্গিত, আর্থিক পরিস্থিতি ভাল হতে পারে কন্যার, কী বলছে আপনার অর্থভাগ্য

Astrological prediction for December 12, 2022 : কেমন যাবে আজকের দিন, আপনার রাশিফল জেনে নিন।

Horoscope Today: বৃষর আর্থিক চাপের ইঙ্গিত, আর্থিক পরিস্থিতি ভাল হতে পারে কন্যার, কী বলছে আপনার অর্থভাগ্য

1/12
সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদের আশঙ্কা। দীর্ঘ দিনের কোনও আশা পূর্ণ হতে পারে। সপ্তাহের মধ্য ভাগে আগুন থেকে একটু সাবধান থাকুন।
2/12
ব্যবসায় খুব ভাল খবর পাবেন। তবে আর্থিক চাপ থাকতে পারে।  বাড়তি কথা বিপদ বাড়াতে পারে। বাড়তি আয় করতে গিয়ে পুলিশি সমস্যা বাড়তে পারে। পেটের সমস্যা বাড়বে। 
3/12
উপকারের বিনিময়ে অপমানিত হতে পারেন। আর্থিক চাপ বাড়তে পারে। বাড়িতে শুভ কিছু ঘটতে পারে। লেখাপড়ায় অমনোযোগ দেখা যাবে, কিন্তু হাল ছাড়লে বিপদ। বাইরের লোকের সঙ্গে বিবাদ বাধতে পারে।
4/12
চিকিৎসার খরচ বাড়তে চলেছে। নানা দিক থেকে যোগাযোগ আসতে পারে। প্রেমের ব্যাপারে জটিলতা বাড়তে পারে। শরীরের সমস্যার কারণে ভ্রমণ বানচাল হতে পারে।
5/12
সোনা, গহনা ও জমির মতো সম্পত্তিতে লগ্নি লাভজনক হতে পারে। এতে ভবিষ্যতে ভালো অর্থ আদায় হতে পারে। ব্যবসায়ীদের কোনও বাণিজ্যিক বা আইনি নথিতে সই করা থেকে বিরত থাকাই ভালো। কারণ, এতে  ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
6/12
বাড়িতে অতিথি সমাগমে আনন্দ। দীর্ঘদিন পর পরিবারের সকলের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে। কঠোর পরিশ্রমের সুফল পাবেন পড়ুয়ারা। গাঁটে বা পিঠে ব্যথায় ভুগলে অসুস্থতার ক্ষেত্রে উন্নতি দেখা দিতে পারে।
7/12
চলতি সপ্তাহে আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আয়ের বিভিন্ন সুযোগ পাবেন। একইসঙ্গে বাড়বে সম্মান ও মর্যাদা। চলতি সপ্তাহে কেরিয়ারে কোনও কাজের খামতি না থাকার সম্ভাবনা রয়েছে। হতাশা এড়াতে আচরণে শান্ত ও সংযতভাব বজায় রাখুন।
8/12
ব্যবসায়ীরা  নতুন অংশীদারের সঙ্গে কোনও চুক্তি করতে পারেন, দীর্ঘমেয়াদে তা সুফল দিতে পারে। সুচিন্তিতভাবে লগ্নির পরিকল্পনা করুন এবং দ্রুত তা রূপায়ণ করুন। সরকারি কর্মীরা বকেয়া পদোন্নতি বা বদলি নিয়ে কাঙ্খিত সুসংবাদ পেতে পারেন।
9/12
জীবনে ইতিবাচক পরিবর্তন আনবেন। আপনি যদি পরিবারের কারও প্রতি বিরক্ত থাকেন, তবে কথা বলে সমস্যার সমাধান করার জন্য উপযুক্ত দিন। ব্যয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
10/12
আপনি বাড়িতে পরিচ্ছন্নতার কাজে লিপ্ত হতে পারেন। অপ্রত্যাশিত ব্যক্তির কাছ থেকে আমন্ত্রণ পাবেন। স্ত্রী সমস্যায় ফেলতে পারে। আপনি সামাজিক কাজে যুক্ত হবেন যা আপনার মনোবল বাড়িয়ে তুলবে।
11/12
আর্থিকভাবে লাভবান হবেন ও কোনও ঋণ শোধ করতে সক্ষম হবেন। পরিবারে পরিবর্তনের কারণে সদস্যদের সঙ্গে মতবিরোধ হতে পারে। কোনও কোনও পড়ুয়া বিদেশে পড়াশোনার সুযোগ পাবেন। 
12/12
চলতি সপ্তাহে নেচিবাচক চিন্তাভাবনা মনে আসতে পারে। এরফলে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতায় প্রভাব পড়তে পারে। এজন্য কোনও সিদ্ধান্ত নেওয়া আগে অন্যদের কাছ থেকে পরামর্শ নিন। নাহলে কোনও লাভজনক সুযোগ হাতছাড়া হতে পারে।
Sponsored Links by Taboola