Twitter Edit Button: ট্যুইটারে চালু হতে চলেছে 'এডিট' অপশন, কী কী সুবিধা পাওয়া যাবে, কারা পাবেন?
অবশেষে ট্যুইটারে চালু হতে চলেছে এডিট অপশন। দীর্ঘ প্রতীক্ষার পর মাইক্রোব্লগিং সাইটে এই ফিচার চালু হতে চলেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএতদিন ট্যুইটারে কোনও এডিট অপশন ছিল না। অর্থাৎ ট্যুইট এডিট করা যেত না। এবার সেই ফিচারই চালু করতে চলেছে ট্যুইটার কর্তৃপক্ষ।
প্রাথমিক পর্যায়ে ‘ব্লু টিক’ অ্যাকাউন্ট হোল্ডাররা এই ফিচারের সুবিধা পাবেন। অর্থাৎ যেসব ট্যুইটারিয়ানের ব্লু টিক অ্যাকাউন্ট রয়েছে তাঁদের ক্ষেত্রে ট্যুইটারের এডিট অপশনের রোল আউট শুরু হবে।
শোনা গিয়েছে যে ট্যুইটারের এই নতুন ফিচার একটি দেশে প্রথম রোল আউট করা হবে। ধীরে ধীরে তা ছড়িয়ে দেওয়া হবে অন্যান্য দেশে।
শোনা গিয়েছে, ট্যুইট করার আধঘণ্টা অর্থাৎ ৩০ মিনিট পর পর্যন্ত ট্যুইট এডিটের সুযোগ পাওয়া যাবে। বানান ভুল থাকলে কিংবা ভুল হ্যাশট্যাগ থাকলে বদলে নিতে পারবেন ট্যুইটারিয়ানরা।
এডিটেড ট্যুইটের সঙ্গে অরিজিনাল ট্যুইটও দেখা যাবে। ফলে কী পরিবর্তন হয়েছে এবং কখন হয়েছে তা বোঝা যাবে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে ট্যুইটারের ব্লু টিক অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে এডিট অপশনের রোল আউট শুরু হবে বলে শোনা গিয়েছে।
এডিট হওয়া ট্যুইট অর্থাৎ এডিটেড ট্যুইট একটি আইকনের সাহায্যে বোঝানো হবে। এর সঙ্গে থাকবে একটি টাইমস্ট্যাম্প এবং একটি লেবেল। অর্থাৎ ট্যুইট যে এডিট করা হয়েছে এবং তা কখন হয়েছে সবই বোঝা যাবে।
ট্যুইটারে এডিট অপশনের রোল আউট কবে থেকে শুরু হবে তার নির্দিষ্ট দিনক্ষণ বা কোন দেশে প্রথমে রোল আউট শুরু হবে এই ফিচারের তা নিশ্চিত ভাবে জানা যায়নি।
অনেকদিন ধরেই ট্যুইটারে এই এডিট অপশন যোগ করার জন্য আবেদন জানাচ্ছিলেন ট্যুইটারিয়ানরা। অবশেষে সুখবর দিয়েছে ট্যুইটার কর্তৃপক্ষ। চলতি বছর এপ্রিল মাসেই ট্যুইটার কর্তৃপক্ষ জানিয়েছিলেন যে এডিট অপশন চালু করার ব্যাপারে তাদের ভাবনাচিন্তা রয়েছে। এবার শোনা গেল যে অবশেষে ট্যুইটে এডিট অপশনের ফিচারের রোল আউট শুরু হতে চলেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -