Twitter Whatsapp Button: ট্যুইটারের হোয়াটসঅ্যাপ বাটনের সাহায্যে কী সুবিধা পাওয়া যাবে? কারাই বা এই সুবিধা পাবেন
ট্যুইটারে যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপ বাটন। ট্যুইটের নীচেই এই আইকন দেখা যাবে। এর মাধ্যমে কারা কী ধরনের সুবিধা পাবেন দেখে নিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাধারণ ভাবে ট্যুইটের নীচে যে শেয়ার অপশন থাকতে তার পরিবর্তেই যুক্ত হয়েছে এই হোয়াটসঅ্যাপ বাটন। বর্তমানে যে শেয়ার অপশন রয়েছে সেখানে ট্যাপ করলে একাধিক শেয়ারিং অপশন খুলে যায় ইউজারের চোখের সামনে।
এখন ট্যুইটারের শেয়ার অপশনের ক্ষেত্রে ডিরেক্ট মেসেজের মাধ্যমে শেয়ারের অপশন আছে। এছাড়াও কপি লিঙ্ক, এমবেড, বুকমার্ক এবং বিভিন্ন মাধ্যমে শেয়ারের অপশন রয়েছে।
নতুন হোয়াটসঅ্যাপ বাটনের মাধ্যমে সরাসরি হোয়াটসঅ্যাপে ট্যুইট শেয়ার করতে পারবেন মাত্র এক ক্লিকে। মাত্র একবার ট্যাপ করলেই হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে থাকা যে কাউকে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই ট্যুইট শেয়ার করা সম্ভব।
আপাতত ভারতে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্যই এই ফিচার চালু হতে চলেছে। আইওএস ভার্সানে ভারতে কবে এই ফিচার চালু হবে তা জানা যায়নি।
এবার থেকে ট্যুইটার থেকে যেকোনও ট্যুইট সরাসরি হোয়াটসঅ্যাপে শেয়ার করা যাবে। আগের মতো আর লিঙ্ক কপি করে তারপর শেয়ারের প্রয়োজন হবে না।
ট্যুইটের নীচে হোয়াটসঅ্যাপের লোগো দেওয়া একটি আইকন যুক্ত হয়েছে। এর মাধ্যমেই ওই ট্যুইট আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন।
কয়েকদিন আগেই ট্যুইটারে 'এডিট' অপশন চালু হয়েছে। বহুদিন ধরে এই ফিচারের আবেদন জানিয়েছিলেন ট্যুইটারিয়ানরা। অবশেষে তা চালু হয়েছে।
এতদিন ট্যুইটারে কোনও এডিট অপশন ছিল না। অর্থাৎ ট্যুইট এডিট করা যেত না। এবার সেই ফিচারই চালু করেছে ট্যুইটার কর্তৃপক্ষ।
ট্যুইট এডিট করার সুবিধা পাবেন ট্যুইটারিয়ানরা। তবে প্রাথমিক পর্যায়ে ‘ব্লু টিক’ অ্যাকাউন্ট হোল্ডাররা এই ফিচারের সুবিধা পাবেন। অর্থাৎ যেসব ট্যুইটারিয়ানের ব্লু টিক অ্যাকাউন্ট রয়েছে তাঁদের ক্ষেত্রে ট্যুইটারের এডিট অপশনের রোল আউট শুরু হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -