Twitter New Logo: নীল পাখি আর নয়, পুরনো লোগো সরে নতুন ডিজাইনে ইংরেজি অক্ষর 'এক্স'
Elon Musk: ট্যুইটারের মালিক হওয়ার পর থেকে একগুচ্ছ পরিবর্তন এনেছেন তিনি। এবার বদলে দিলের জনপ্রিয় মাইক্রোব্লগিং মাধ্যমের লোগো। আর দেখা যাবে না নীল পাখি বা ব্লু বার্ড।
ছবি সূত্র- ট্যুইটার
1/10
ট্যুইটারের মালিকানা নেওয়ার পর থেকেই একাধিক পরিবর্তন করেছেন এলন মাস্ক। এবার জনপ্রিয় মাইক্রোব্লগিং মাধ্যমের লোগো বদল করলেন তিনি।
2/10
ট্যুইটারের লোগো যে পরিবর্তন করা হবে তার আভাস আগেই দিয়েছিলেন এলন মাস্ক। আপাতত ওয়েব মাধ্যমে ট্যুইটারের নতুন লোগো দেখা যাচ্ছে।
3/10
ট্যুইটারে আর দেখা যাবে না নীল পাখি বা ব্লু বার্ড লোগো। দীর্ঘ ১৭ বছর ধরে ট্যুইটারের লোগো ছিল এই নীল পাখি বা ব্লু বার্ড।
4/10
ট্যুইটারের নতুন লোগো তৈরি হয়েছে ইংরেজি এক্স অক্ষরের আদলে। একে বলা হচ্ছে ট্যুইটার এক্স। ইতিমধ্যেই নতুন লোগোর ছবি প্রকাশ্যে এসেছে। এলন মাস্ক নিজেই এই নতুন লোগোর ছবি প্রকাশ করেছেন।
5/10
চলতি বছর আরও একবার সাময়িক সময়ের জন্য বদলে গিয়েছিল ট্যুইটারের লোগো। তবে অল্প সময়ের মধ্যেই ফিরে এসেছিল ব্লু বার্ড বা নীল পাখির লোগো।
6/10
সেই সময় পরিচিত নীল রঙের পাখির পরিবর্তে দেখা গিয়েছিল Dogecoin লোগো। ব্লু বার্ডের বদলে জায়গা পেয়েছিল জাপানের বিখ্যাত শিবা ইনু প্রজাতির কুকুরের ছবি।
7/10
কেন ট্যুইটার থেকে ব্লু বার্ড লোগো আচমকা উধাও হয়েছিল তার সঠিক কারণ জানা যায়নি। তবে এই সারমেয়র মুখ বেশিদিন স্থায়ী হয়নি। অল্প সময়ের মধ্যেই ফিরে এসেছিল পুরনো লোগো।
8/10
কুকুরের ছবিও এর আগে একবার শেয়ার করেছিলেন এলন মাস্ক। ট্যুইটারের নথিপত্রর সামনে, ভারিক্কি চেয়ারে বসে থাকা অবস্থায় নিজের পোষ্য ফ্লোকির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।
9/10
ছবিতে দেখা গিয়েছিল, ট্যুইটারের লোগো বসানো নথি টেবিলে ছড়ানো রয়েছে। মুখে কেমন যেন চওড়া হাসিও লেগে রয়েছে। গায়ে চাপানো ফুলহাতা টিশার্ট। বুকের উপর লেখা রয়েছে CEO।
10/10
জনপ্রিয় মাইক্রোব্লগিং মাধ্যমের মালিক এবং সিইও হওয়ার পর প্রথমেই একধাক্কায় ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু করেন এলন মাস্ক। উচ্চপদস্থ আধিকারিকদেরও রেয়াত করেননি তিনি। বলা যায়, ২০২২ সালের শেষভাবে কর্মী ছাঁটাইয়ের যে হিড়িক বিভিন্ন তাবড় সংস্থার মধ্যে দেখা গিয়েছিল তার পুরোধা ছিলেন এলন মাস্ক। ট্যুইটারেই প্রথম মাস লে-অফ অর্থাৎ ব্যাপকহারে কর্মী ছাঁটাই শুরু হয়েছিল। এ
Published at : 24 Jul 2023 06:01 PM (IST)