Twitter Feature: ট্যুইটারে নতুন ফিচার 'ভিউ কাউন্ট', ইউজারদের কী সুবিধা হবে?
Twitter: কতজন দেখেছেন আপনার ট্যুইট, জানতে পারবেন সহজেই, আসছে নতুন ফিচার।
প্রতীকী ছবি, ছবি সূত্র- নিজস্ব চিত্র
1/10
জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে নতুন ফিচার চালু হয়েছে। কিছু ইউজার ইতিমধ্যেই এই ফিচারের সুবিধা পাচ্ছেন। বাকিরাও দ্রুত এই পরিষেবা পাবেন বলে অনুমান।
2/10
ট্যুইটারে চালু হয়েছে ভিউ কাউন্ট ফিচার। অর্থাৎ আপনার ট্যুইট কতজন পড়েছেন বা দেখেছেন সেটা আপনি জানতে পারবেন।
3/10
সাধারণত লাইক এবং কমেন্টের মাধ্যমে ট্যুইটের আসল স্টেটাস বোঝা যায় না। ট্যুইটের আসল স্টেটাস বুঝতে গেলে এবার কাজে লাগবে এই 'ভিউ কাউন্ট' ফিচার।
4/10
ভিডিওর মতো ট্যুইটের ক্ষেত্রেও কত ভিউ হয়েছে তা বুঝতে পারবেন ইউজাররা। আপাতত কিছু ইউজার এই ফিচার দেখতে পেয়েছেন। তবে সকলের জন্য এখনও ট্যুইটারের এই নতুন ফিচার চালু হয়নি।
5/10
গত ৯ ডিসেম্বর ট্যুইট করে ইলন মাস্ক জানিয়েছিলেন যে মাইক্রোব্লগিং মাধ্যমে নতুন ফিচার আসতে চলেছে। এই ফিচারের কথাই উল্লেখ করেছিলেন তিনি।
6/10
এখন ট্যুইটারে সার্চ করে ক্রিপ্টোকারেন্সির দাম এবং তালিকাভুক্ত কোম্পানির স্টক সম্পর্কেও জানতে পারবেন ইউজাররা। এই নতুন ফিচারও যুক্ত হয়েছে ট্যুইটারে।
7/10
অক্টোবর মাসের শেষের দিকে ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। হয়েছেন জনপ্রিয় মাইক্রোব্লগিং মাধ্যমের নতুন সিইও।
8/10
তারপর থেকেই একাধিক পরিবর্তন হয়েছে ট্যুইটারে। প্রথমে কর্মী ছাঁটাই দিয়ে শুরু হয়েছিল। ব্যাপক হারে কর্মী ছাঁটাই হয়েছে ট্যুইটারে। বাদ যাননি উদ্দপদস্থ কর্তারাও।
9/10
এরপর ট্যুইটারের একাধিক নিয়ম কানুনেও এসেছে পরিবর্তন। নতুন করে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন চালু হয়েছে।
10/10
এর ফলে যেকোনও ইউজার টাকার বিনিময়ে ভেরিফিকেশন টিক মার্ক কিনতে পারবেন। এছাড়াও শোনা গিয়েছে ট্যুইট করার ক্যারেক্টার সংখ্যা বাড়তে চলেছে। ছবি সূত্র- নিজস্ব চিত্র।
Published at : 23 Dec 2022 05:43 PM (IST)