Twitter Feature: ট্যুইটারে নতুন ফিচার 'ভিউ কাউন্ট', ইউজারদের কী সুবিধা হবে?
জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে নতুন ফিচার চালু হয়েছে। কিছু ইউজার ইতিমধ্যেই এই ফিচারের সুবিধা পাচ্ছেন। বাকিরাও দ্রুত এই পরিষেবা পাবেন বলে অনুমান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appট্যুইটারে চালু হয়েছে ভিউ কাউন্ট ফিচার। অর্থাৎ আপনার ট্যুইট কতজন পড়েছেন বা দেখেছেন সেটা আপনি জানতে পারবেন।
সাধারণত লাইক এবং কমেন্টের মাধ্যমে ট্যুইটের আসল স্টেটাস বোঝা যায় না। ট্যুইটের আসল স্টেটাস বুঝতে গেলে এবার কাজে লাগবে এই 'ভিউ কাউন্ট' ফিচার।
ভিডিওর মতো ট্যুইটের ক্ষেত্রেও কত ভিউ হয়েছে তা বুঝতে পারবেন ইউজাররা। আপাতত কিছু ইউজার এই ফিচার দেখতে পেয়েছেন। তবে সকলের জন্য এখনও ট্যুইটারের এই নতুন ফিচার চালু হয়নি।
গত ৯ ডিসেম্বর ট্যুইট করে ইলন মাস্ক জানিয়েছিলেন যে মাইক্রোব্লগিং মাধ্যমে নতুন ফিচার আসতে চলেছে। এই ফিচারের কথাই উল্লেখ করেছিলেন তিনি।
এখন ট্যুইটারে সার্চ করে ক্রিপ্টোকারেন্সির দাম এবং তালিকাভুক্ত কোম্পানির স্টক সম্পর্কেও জানতে পারবেন ইউজাররা। এই নতুন ফিচারও যুক্ত হয়েছে ট্যুইটারে।
অক্টোবর মাসের শেষের দিকে ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। হয়েছেন জনপ্রিয় মাইক্রোব্লগিং মাধ্যমের নতুন সিইও।
তারপর থেকেই একাধিক পরিবর্তন হয়েছে ট্যুইটারে। প্রথমে কর্মী ছাঁটাই দিয়ে শুরু হয়েছিল। ব্যাপক হারে কর্মী ছাঁটাই হয়েছে ট্যুইটারে। বাদ যাননি উদ্দপদস্থ কর্তারাও।
এরপর ট্যুইটারের একাধিক নিয়ম কানুনেও এসেছে পরিবর্তন। নতুন করে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন চালু হয়েছে।
এর ফলে যেকোনও ইউজার টাকার বিনিময়ে ভেরিফিকেশন টিক মার্ক কিনতে পারবেন। এছাড়াও শোনা গিয়েছে ট্যুইট করার ক্যারেক্টার সংখ্যা বাড়তে চলেছে। ছবি সূত্র- নিজস্ব চিত্র।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -