Twitter: ট্যুইটারে আসছে নতুন ফিচার, কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা

Twitter Feature: জানুয়ারি মাসে অর্থাৎ নতুন বছরের শুরুতে এই ফিচার চালু হবে বলে মনে করা হচ্ছে।

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস

1/10
ট্যুইটারে নতুন ফিচার আসতে চলেছে। নতুন বছরের শুরুতেই চালু হতে চলেছে এই ফিচার, এমনটাই শোনা গিয়েছে।
2/10
ইলন মাস্ক জানিয়েছেন এবার ট্যুইটারে আসতে চলেছে Side Sweep ফিচার। এর সাহায্যে অনেক সুবিধা পাবেন ইউজাররা।
3/10
এখনও এই নতুন ফিচার লঞ্চের নিশ্চিত দিনক্ষণ জানা যায়নি। তবে জানুয়ারির শুরুতেই এই ফিচার লঞ্চের সম্ভাবনা রয়েছে।
4/10
২০২২ সাল অর্থাৎ এবছর অক্টোবর মাসের শেষভাগে ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। তারপর থেকেই ট্যুইটারের একাধিক ফিচারে পরিবর্তন এসেছে।
5/10
ইউজাররা recommended এবং followed ট্যুইটের পাশাপাশি ট্রেন্ড, বিভিন্ন টপিক এবং অন্যান্য অনেক ফিচার খুব সহজেই দেখতে পাবেন।
6/10
এখন ট্যুইটারে ক্রোনোলজিকাল অর্ডারে ট্যুইট পড়া যায়। এর পাশাপাশি হোম টাইমলাইনে রেকমেন্ডেড ট্যুইট অনুসারে ট্যুইট পড়া যায়।
7/10
সম্প্রতি ট্যুইটারে চালু হয়েছে একটি নতুন ফিচার। গ্লোবাল অর্থাৎ আন্তর্জাতিক স্তরে এই ফিচার চালু হয়েছে। এটি হল ভিউ কাউন্ট ফিচার।
8/10
এই ভিউ কাউন্ট ফিচারের সাহায্যে ইউজার জানতে পারবেন তাঁদের ট্যুইট কতজন দেখেছেন বা পড়েছেন। আগে যেটা শুধু ভিডিওর ক্ষেত্রে সম্ভব হতো, এখন সেটা ট্যুইটের ক্ষেত্রেও হবে।
9/10
আপাতত নির্দিষ্ট সংখ্যক ইউজার এই ফিচারের সুবিধা পাচ্ছেন। খুব তাড়াতাড়ি সকলের জন্য এই ফিচার চালু হবে বলে জানা গিয়েছে।
10/10
সাধারণত লাইক এবং কমেন্টের মাধ্যমে ট্যুইটের আসল স্টেটাস বোঝা যায় না। ট্যুইটের আসল স্টেটাস বুঝতে গেলে এবার কাজে লাগবে এই 'ভিউ কাউন্ট' ফিচার। ভিডিওর মতো ট্যুইটের ক্ষেত্রেও কত ভিউ হয়েছে তা বুঝতে পারবেন ইউজাররা।
Sponsored Links by Taboola