Smartphones: বছরের শুরুতেই ভারতে হাজির দু'টি বাজেট ফোন, দাম ১০ হাজারের কম
Budget Smartphones: ভারতে লঞ্চ হয়েছে পোকো সি৫০ ফোন। এছাড়াও লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ০৪।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10
২০২৩ সালের শুরুতে জানুয়ারি মাসের প্রথম কয়েকদিনের মধ্যেই ভারতে লঞ্চ হয়েছে দুটো বাজেট স্মার্টফোন। এই দুই ফোনেরই দাম ১০ হাজার টাকার কম।
2/10
ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ০৪ ফোন। এই বাজেট স্মার্টফোন কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। ১২ জানুয়ারি দুপুর ১২টা থেকে শুরু হবে ফোনের বিক্রি।
3/10
প্রাথমিক ভাবে স্যামসাং গ্যালাক্সি এফ০৪ ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৪৯৯ টাকা ধার্য করা হয়েছে।
4/10
জানা গিয়েছে, ৭৪৯৯ টাকায় সীমিত সময়ের জন্যই পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এফ০৪ ফোন। অফার শেষ হয়ে গেলে এই ফোন কিনতে হবে ৯৪৯৯ টাকা দিয়ে।
5/10
এই ফোনে রয়েছে ভার্চুয়াল র্যাম সাপোর্ট। অর্থাৎ ফোনের অব্যবহৃত স্টোরেজ ব্যবহার করে বাড়ানো যাবে র্যামের পরিমাণ। স্যামসাংয়ের নতুন ফোন ভারতে লঞ্চ হয়েছে jade purple এবং opal green- এই দুই রঙে।
6/10
ভারতে লঞ্চ হয়েছে পোকো সি৫০ ফোন। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর। দুটো রঙে এবং দুটো র্যাম ও স্টোরেজ কনফিগারেশনে এই ফোন ভারতে লঞ্চ হয়েছে।
7/10
পোকো সি৫০ ফোনের ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৪৯৯ টাকা। এছাড়াও পোকো সি৫০ ফোনের ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭২৯৯ টাকা।
8/10
এই ফোনের রেয়ার প্যানেলে রয়েছে AI ফিচার যুক্ত ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। পোকো সি৫০ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট।
9/10
ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। জানা গিয়েছে, এই স্মার্টফোনের বিক্রি শুরু হবে ১০ জানুয়ারি থেকে। শোনা যাচ্ছে, পোকো সি৫০ ফোনের বেস ভ্যারিয়েন্ট লঞ্চ অফার হিসেবে ৬৯৯৯ টাকার পরিবর্তে ৬২৪৯ টাকায় পাওয়া যাবে।
10/10
পোক সি৫০ ফোনে রয়েছে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। ছবি সূত্র- পিক্সেলস।
Published at : 04 Jan 2023 03:29 PM (IST)