Upcoming Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড৭, ভিভো ভি২৭ প্রো এবং ওয়ানপ্লাস নর্ড ৩, রইল খুঁটিনাটি তথ্য

Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে বেশ কয়েকটি নতুন স্মার্টফোন। কী কী ফিচার থাকতে পারে এই ফোনগুলিতে।

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস

1/10
ওয়ানপ্লাস ১১ ৫জি (OnePlus 11 5G) এবং ওয়ানপ্লাস ১১আর (OnePlus 11R) - এই দুই ফোন ভারতে লঞ্চের পর এবার ওয়ানপ্লাস সংস্থা তাদের নর্ড সিরিজের নতুন মডেল লঞ্চ করতে চলেছে।
2/10
শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস নর্ড ৩ লঞ্চ হতে চলেছে দেশে। সম্ভবত চলতি বছর জুন মাসে এই ফোন লঞ্চ হবে ভারতে। সূত্রের খবর, ওয়ানপ্লাসের নর্ড সিরিজের আসন্ন এই ফোনের দাম হতে পারে ৩৫ হাজার টাকার আশপাশে।
3/10
আইকিউওও জেড৭ (iQoo Z7) ফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ভারতে। তবে ভিভো (Vivo) কোম্পানির সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে এখনও কোনও ঘোষণা করা হয়নি।
4/10
এখনও এই ফোন ভারতে লঞ্চের আনুষ্ঠানিক দিনক্ষণ জানা যায়নি। সম্প্রতি আইকিউওও জেড৭ ফোনের একটি সম্ভাব্য ডিজাইন প্রকাশ্যে এসেছে।
5/10
সেখানে দেখা গিয়েছে এই ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। আইকিউওও জেড৬ সিরিজের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড৭ ফোন।
6/10
শোনা যাচ্ছে, আইকিউওও জেড৭ ফোনে থাকতে পারে আয়তাকার ক্যামেরা মডিউল। সেখানেই থাকবে দুটো সেনসর। অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারও লক্ষ্য করা যেতে পারে।
7/10
ভিভো ভি২৭ সিরিজ (Vivo V27 Series) লঞ্চ হতে চলেছে ভারতে। ১ মার্চ এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হবে।
8/10
এই স্মার্টফোন সিরিজে থাকতে চলেছে ভিভো ভি২৭ (Vivo V27) এবং ভিভো ভি২৭ প্রো (Vivo V27 Pro)- এই দুই ফোন। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে ভিভো ভি২৭ প্রো ফোনের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে।
9/10
ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। ভিভো ভি২৫ প্রো ফোনের সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে ভিভো ভি২৭ প্রো ফোন।
10/10
শোনা যাচ্ছে, ভিভো ভি২৭ প্রো ফোন লঞ্চ হতে পারে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে।
Sponsored Links by Taboola