Upcoming Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড৭, ভিভো ভি২৭ প্রো এবং ওয়ানপ্লাস নর্ড ৩, রইল খুঁটিনাটি তথ্য
ওয়ানপ্লাস ১১ ৫জি (OnePlus 11 5G) এবং ওয়ানপ্লাস ১১আর (OnePlus 11R) - এই দুই ফোন ভারতে লঞ্চের পর এবার ওয়ানপ্লাস সংস্থা তাদের নর্ড সিরিজের নতুন মডেল লঞ্চ করতে চলেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশোনা যাচ্ছে, ওয়ানপ্লাস নর্ড ৩ লঞ্চ হতে চলেছে দেশে। সম্ভবত চলতি বছর জুন মাসে এই ফোন লঞ্চ হবে ভারতে। সূত্রের খবর, ওয়ানপ্লাসের নর্ড সিরিজের আসন্ন এই ফোনের দাম হতে পারে ৩৫ হাজার টাকার আশপাশে।
আইকিউওও জেড৭ (iQoo Z7) ফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ভারতে। তবে ভিভো (Vivo) কোম্পানির সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে এখনও কোনও ঘোষণা করা হয়নি।
এখনও এই ফোন ভারতে লঞ্চের আনুষ্ঠানিক দিনক্ষণ জানা যায়নি। সম্প্রতি আইকিউওও জেড৭ ফোনের একটি সম্ভাব্য ডিজাইন প্রকাশ্যে এসেছে।
সেখানে দেখা গিয়েছে এই ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। আইকিউওও জেড৬ সিরিজের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড৭ ফোন।
শোনা যাচ্ছে, আইকিউওও জেড৭ ফোনে থাকতে পারে আয়তাকার ক্যামেরা মডিউল। সেখানেই থাকবে দুটো সেনসর। অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারও লক্ষ্য করা যেতে পারে।
ভিভো ভি২৭ সিরিজ (Vivo V27 Series) লঞ্চ হতে চলেছে ভারতে। ১ মার্চ এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হবে।
এই স্মার্টফোন সিরিজে থাকতে চলেছে ভিভো ভি২৭ (Vivo V27) এবং ভিভো ভি২৭ প্রো (Vivo V27 Pro)- এই দুই ফোন। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে ভিভো ভি২৭ প্রো ফোনের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে।
ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। ভিভো ভি২৫ প্রো ফোনের সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে ভিভো ভি২৭ প্রো ফোন।
শোনা যাচ্ছে, ভিভো ভি২৭ প্রো ফোন লঞ্চ হতে পারে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -