Upcoming Smartphones in India in April 2025: এপ্রিলেই ভারতে আসছে একগুচ্ছ ঝাঁ-চকচকে স্মার্টফোন, একই দিনে লঞ্চ হবে একাধিক মডেল

ছবি সূত্র- পিক্সেলস। এপ্রিল মাসে ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো সিরিজের ফোন। দেশে লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো ৮০এক্স ফোন। এটি একটি ৫জি মডেল হতে চলেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ছবি সূত্র- পিক্সেলস। আগামী ৯ এপ্রিল রিয়েলমি নারজো ৮০এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হবে। এই ফোনে থাকতে চলেছে ৬০০০ এমএএইচের ব্যাটারি। একবার পুরো চার্জ দিলে ২ দিন পর্যন্ত চালু থাকবে ফোন।

ছবি সূত্র- পিক্সেলস। রিয়েলমি নারজো সিরিজের আরও একটি ফোন ৯ এপ্রিলই ভারতে লঞ্চ হতে চলেছে। এটিও একটি ৫জি ফোন হতে চলেছে।
ছবি সূত্র- পিক্সেলস। ৯ এপ্রিল ভারতে রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি ফোনও লঞ্চ হতে চলেছে। এই ফোনেও থাকতে চলেছে ৬০০০ এমএএইচের একটি ব্যাটারি।
ছবি সূত্র- পিক্সেলস। ভারতে আসছে ভিভো 'ভি' সিরিজের নতুন ৫জি ফোন। এবার লঞ্চ হবে ভিভো ভি৫০ই ফোন। আগামী ১০ এপ্রিল ভারতে এই ফোন লঞ্চ হতে চলেছে।
ছবি সূত্র- পিক্সেলস। ভিভো ভি৫০ই ফোনে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে চলেছে। এছাড়াও জানা গিয়েছে এই ফোন দিয়ে জলের নীচেও ছবি, ভিডিও শ্যুট করা যাবে একদম সাবলীল ভাবে।
ছবি সূত্র- পিক্সেলস। ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও কোম্পানিও ভারতে ফোন লঞ্চ করতে চলেছে। ১১ এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড১০ ফোন। এটিও ৫জি মডেল হতে চলেছে।
ছবি সূত্র- পিক্সেলস। আইকিউওও সংস্থার এই ফোনে থাকতে চলেছে ৭৩০০ এমএএইচের ব্যাটারি এবং ৯০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট।
ছবি সূত্র- পিক্সেলস। আইকিউওও সংস্থার 'জেড' সিরিজের আরও একটি ফোন ১১ এপ্রিলই ভারতে লঞ্চ হতে চলেছে। জানা গিয়েছে, লঞ্চ হবে আইকিউওও জেড১০এক্স মডেল।
ছবি সূত্র- পিক্সেলস। আইকিউওও জেড১০এক্স ফোনে ৬৫০০ এমএএইচ ব্যাটারি, ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। এই ফোনের দাম ভারতে ১৫ হাজার টাকার কমে শুরু হবে বলেই শোনা গিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -