Upcoming Smartphones: মার্চ-এপ্রিলে একগুচ্ছ স্মার্টফোন লঞ্চ হবে ভারতে, তালিকায় রয়েছে কোন কোন মডেল?
মার্চ এবং এপ্রিল মাসে ভারতে লঞ্চ হতে চলেছে বেশ কয়েকটি নতুন ফোন। সেই তালিকায় কোন কোন ফোন রয়েছে একনজরে দেখে নেওয়া যাক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআসুসের নতুন ROG গেমিং ফোন আসছে ভারতে। টিপস্টার অভিষেক যাদবের মতে আসুস ROG ফোন ৭ সিরিজে লঞ্চ হতে পারে আসুস ROG ফোন ৭ এবং আসুস ROG ফোন ৭ আল্টিমেট।
আগামী ১৩ এপ্রিল অন্যান্য অনেক দেশের সঙ্গে ভারতেও লঞ্চ হবে এই গেমিং স্মার্টফোন। আসুস সংস্থা আনুষ্ঠানিক ভাবে এখনও কোনও ফিচার বা স্পেসিফিকেশন প্রকাশ করেনি।
ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট লঞ্চ হতে চলেছে ভারতে। ৪ এপ্রিল অর্থাৎ আগামী মাসের শুরুর দিকেই এই ফোন লঞ্চ হবে ভারতে। এর সঙ্গেই লঞ্চ হবে ওয়ানপ্লাস নর্ড বাডস ২।
ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে।
ওয়ানপ্লাসের নর্ড সিরিজের আসন্ন ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও থাকতে পারে একটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর।
ভারতে লঞ্চ হতে চলেছে মোটো জি১৩ (Moto G13) ফোন। আগামী ২৯ মার্চ মোটোরোলা 'জি' সিরিজের (Motorola G Series Phone) এই ফোন দেশে লঞ্চ হবে বলে জানা গিয়েছে।
ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। আর তা থেকেই অনুমান করা হচ্ছে যে লঞ্চের পর এই ফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। শোনা যাচ্ছে, মোটো জি১৩ ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর।
শোনা যাচ্ছে, এই ফোনের দাম ১০ থেকে ১১ হাজার টাকা হতে চলেছে। ম্যাট চারকোল এবং ল্যাভেন্ডার ব্লু- এই দুই রঙে মোটো জি১৩ ফোন ভারতে লঞ্চ হতে পারে। এক্সক্লুসিভ ভাবে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই ফোন।
ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১২ সিরিজের (Redmi Note 12 Series) ভ্যানিলা মডেলের ৪জি ভার্সান। অর্থাৎ লঞ্চ হবে রেডমি নোট ১২ ৪জি (Redmi Note 12 4G)। আগামী ৩০ মার্চ এই ফোন ভারতে লঞ্চ হবে। এর সঙ্গে একই দিনে দেশে লঞ্চ হতে চলেছে রেডমি ১২সি (Redmi 12C)।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -