Upcoming WhatsApp Features: ইউজারদের সুবিধার জন্য দু'টি নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ, কী কী ফিচার আসছে?

WhatsApp: ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপ প্রায়ই নিত্যনতুন ফিচার চালু করে। এবার কী কী ফিচার আসতে চলেছে, একনজরে দেখে নেওয়া যাক।

প্রতীকী ছবি

1/10
হোয়াটসঅ্যাপের স্টেটাস ফেসবুকে শেয়ার করার সুবিধা অনেক আগেই চালু হয়েছে। এবার আসছে নতুন একটি ফিচার। শোনা যাচ্ছে, ইউজাররা এবার হোয়াটসঅ্যাপের স্টেটাস ইন্সটাগ্রামে শেয়ার করার সুবিধাও পাবেন।
2/10
এই নতুন ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ কাজকর্ম শুরু করেছে। হোয়াটসঅ্যাপ স্টেটাস ইন্সটাগ্রামে শেয়ার করার সুবিধা যে চালু হবে একথা আগেই শোনা গিয়েছিল। হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় ইউজারদের অভিজ্ঞতা যাতে আগামী দিনে আরও ভাল হয় সেই জন্যই আসছে নতুন ফিচার।
3/10
জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে ইতিমধ্যেই এই ফিচার লক্ষ্য করা গিয়েছে। অতএব হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানে সমস্ত ইউজারদের জন্য এই ফিচার চালু হতে হয়তো আর বেশি দেরি নেই। আইওএস ভার্সানে ইতিমধ্যেই উপলব্ধ হয়েছে এই ফিচার।
4/10
একটি স্ক্রিনশট প্রকাশ্যে এসেছে সম্প্রতি। সেখানে দেখা গিয়েছে, ইউজারদের একটি ক্রস পোস্টিং ফাংশন অ্যাক্টিভেট করতে হবে। তাহলেই হোয়াটসঅ্যাপ স্টেটাস সরাসরি শেয়ার করা যাবে ইন্সটাগ্রাম স্টোরিতে।
5/10
এক্ষেত্রে উল্লেখ্য, এই ক্রস পোস্টিং ফাংশন কিন্তু ইন-অ্যাক্টিভ থাকবে প্রাথমিক ভাবে। ইউজারদের ম্যানুয়ালি এই ফিচার চালু বা অ্যাক্টিভেট করতে হবে। তবেই হোয়াটসঅ্যাপের স্টেটাস সরাসরি শেয়ার করা সম্ভব হবে ইন্সটাগ্রাম স্টোরিতে।
6/10
হোয়াটসঅ্যাপের কোন স্টেটাস ইউজার তাঁদের ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করতে চান, কোনটা চান না, সেই নিয়ন্ত্রণ সম্পূর্ণ ভাবে থাকবে ইউজারদের হাতেই। হোয়াটসঅ্যাপ স্টেটাসে ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার হওয়ার পর সেটা কে দেখতে পাবেন এবং কারা পাবেন না, সেটাও ঠিক করতে পারবেন ইউজার।
7/10
বিভিন্ন ধরনের কাজের জিনিস আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আদানপ্রদান করে থাকি। হোয়াটসঅ্যাপে অনেক ইউজারই বিভিন্ন দরকারি ডকুমেন্ট পাঠান অন্য ইউজারকে।
8/10
এখন যে ফিচার রয়েছে, সেক্ষেত্রে আপনি ডাউনলোড না করলে এই ডকুমেন্ট দেখতে পাবেন না। কিন্তু শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ সংস্থা এমন একটি নতুন ফিচার নিয়ে কাজকর্ম শুরু করেছে যার সাহায্যে ইউজাররা ডকুমেন্ট ডাউনলোড না করেও দেখতে পাবেন সেখানে কী রয়েছে।
9/10
হোয়াটসঅ্যাপ থেকে ডকুমেন্ট ডাউনলোড করলে তা ফোনে সেভ হয় এবং তার ফলে ফোনের স্টোরেজ, মেমোরি কমতে থাকে ক্রমশ। বেশি ডকুমেন্ট ফোনে থাকলে ডিভাইস স্লো হয়ে যেতে পারে। এইসব সমস্যা এড়ানোর জন্যই আসছে নয়া ফিচার।
10/10
বোঝা যাচ্ছে, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে ডকুমেন্ট পাঠানোর সময় একটা প্রিভিউ দেখতে পাবেন ইউজাররা। অর্থাৎ কাউকে ডকুমেন্ট পাঠানো সময় ছোট্ট একটা ছবি দেখা যাবে। ডকুমেন্ট খুলে দেখার আগে পর্যন্ত এই ছবি থাকবে। বিশেষ করে ছবি এবং ভিডিও ডকুমেন্ট করে পাঠালে অর্থাৎ ডকুমেন্ট ফরম্যাটে পাঠালে ইউজাররা এই প্রিভিউ ফিচারের সুবিধা বেশি করে বুঝতে পারবেন।
Sponsored Links by Taboola