App Locker: তথ্য চুরি করতে পারবে না কেউ, যদি ফোনে করেন এই কাজ
আপানার মোবাইলের গোপন ডেটা লুকিয়ে রাখতে অ্যাপের ওপর ভরসা করতে হবে না। নিজের ফোনেই লুকোতে পারবেন প্রযোজনীয় নথি। জেনে নিন কীভাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবেশিরভাগ মোবাইল ব্যবহারকারীরা তাদের ডেটা সুরক্ষিত বা লুকানোর জন্য গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করেন। অনেকেই জানেন না , এইঅ্যাপগুলির বেশিরভাগই নিরাপদ নয়। যে কারণে আপনার ডেটার নিরাপত্তা দিতে পারে না আপনার স্মার্টফোনে।
গ্রাহকের এই সমস্যার কথা মাথায় রেখে আজকাল স্মার্টফোনগুলি দুর্দান্ত বৈশিষ্ট্য নিয়ে আসছে। যাতে সুরক্ষিত থাকবে আপনার নথি।
এখন একাধিক অত্যাধুনিক মোবাইলে এই বিশেষ বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে। এর জন্য আপনাকে প্রথমে ফোন সেটিং অ্যাপটি খুলতে হবে। সেটিংস অ্যাপে প্রাইভেসি অপশনে যান।
এতে আপনি অনেক অপশন পাবেন, এর মধ্যে একটি অপশন থাকবে অ্যাপ লকের। এতে ট্যাপ করুন, এখন মোবাইল আপনার লক প্যাটার্ন দিয়ে যাচাই করতে বলবে। এর জন্য আপনি যে প্যাটার্ন সেট করেছেন তা দিয়ে মোবাইল আনলক করুন।
আনলক করার পরে আপনি অ্যাপ লক সক্ষম করার বিকল্প পাবেন, যাতে আপনি এটি সক্ষম করতে পারেন। আপনি এটি সক্রিয় করার সঙ্গে সঙ্গে মোবাইলে থাকা সব অ্যাপের তালিকা আপনার সামনে দেখতে পারবেন।
এখন আপনি যে অ্যাপটি লক করতে চান সেটিতে ক্লিক করে লক করতে পারেন।
একইভাবে, আপনি যখন লক অ্যাপ খুলতে চাইবেন তখন একইভাবে এটি খুলতে সক্ষম হবেন।তবে আপনাকে এই বিষয়টি মাথায় রাখতে হবে। ফোন লক ও অ্যাপ লক উভয়ের পাসওয়ার্ড আলাদাভাবে রাখতে হবে।
যাতে আপনি লুকনো অ্যাপটিকে সম্পূর্ণ নিরাপদ রাখতে পারেন। এছাড়াও, যদি কেউ আপনার মোবাইল আনলক করতে পারেন, তিনিও আপনার লুকনো অ্যাপ্লিকেশনগুলি খুলতে পারবেন না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -