Vivo V27 Series: ভারতে আসছে ভিভো ভি২৭ সিরিজ, কবে লঞ্চ? কোন কোন ফোন লঞ্চ হবে?

Smartphone: ভিভো ভি২৭ সিরিজের আওতায় ভিভো ভি২৭ এবং ভিভো ভি২৭ প্রো- এই দুই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে।

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস

1/10
ভিভো ভি২৭ সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে পয়লা মার্চ। সম্প্রতি ভিভো সংস্থা তাদের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে ভিভো ভি২৭ সিরিজের ফোন লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেছে।
2/10
জানা গিয়েছে, এই স্মার্টফোন সিরিজে থাকবে ভিভো ভি২৭ এবং ভিভো ভি২৭ প্রো- এই দুই ফোন। এই দুই স্মার্টফোনে থাকবে 3D কার্ভড স্ক্রিন, তার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ।
3/10
ভিভো ভি২৭ সিরিজের ফোনের ডিসপ্লের উপর থাকবে হোল পাঞ্চ কাট আউট। সেখানে সেট করা থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর।
4/10
ভিভো ভি২৭ সিরিজের ফোনের মূল আকর্ষণ হতে চলেছে কালার চেঞ্জিং ব্যাক প্যানেল। অর্থাৎ ফোনের পিছনের অংশ বা রেয়ার প্যানেলের রঙ পরিবর্তন হবে।
5/10
ভিভো ভি২৭ এবং ভিভো ভি২৭ প্রো- এই দুই ফোনে Sony IMX 776V ক্যামেরা সেনসর থাকবে।
6/10
গত বছর লঞ্চ হয়েছিল ভিভো ভি২৫ সিরিজের দুটো ফোন ভিভো ভি২৫ এবং ভিভো ভি২৫ প্রো। এই দুই ফোনের সাকসেসর মডেল হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো ভি২৭ সিরিজের দুটো স্মার্টফোন ভিভো ভি২৭ এবং ভিভো ভি২৭ প্রো।
7/10
আগামী ১ মার্চ দুপুর ১২টায় এই দুই ফোন ভারতে লঞ্চ হবে। একই সঙ্গে লোবাল মার্কেটেও লঞ্চ হবে ভিভো ভি২৭ সিরিজের দুট স্মার্টফোন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে ভিভো ভি২৭ এবং ভিভো ভি২৭ প্রো- এই দুই ফোন কেনা যাবে।
8/10
ভিভো ভি২৭ সিরিজের ফোনে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত ক্যামেরা সেনসর থাকবে। এছাড়াও থাকবে 'Aura Light Portrait' মোড। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে একাধিক রঙের অপশন থাকবে ভিভো ভি২৭ সিরিজের দুটি মডেলে।
9/10
অনুমান করা হচ্ছে, ভিভো ভি২৭ ফোনের দাম শুরু হতে পারে ৩৫ হাজার টাকার আশপাশে। অন্যদিকে ভিভো ভি২৭ প্রো ফোনের দাম শুরু হতে পারে ৪০ হাজার টাকার আশপাশে।
10/10
ভিভো ভি২৭ ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর। অন্যদিকে ভিভো ভি২৭ প্রো ফোনে থাকবে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর। ছবি সূত্র- পিক্সেলস।
Sponsored Links by Taboola