Vivo Y72: দাম কমানো হয়েছে Vivo-র এই স্মার্টফোনের, এখন আপনাকে দিতে হবে কেবল এত টাকা
Vivo Y72 5G এখন সস্তা হয়ে গেছে। ২০২১ সালের জুলাইয়ে লঞ্চ হয়েছিল এই বাজেট স্মার্টফোনের মূল্য আগের তুলনায় কমেছে। Vivo-এর এই সস্তা 5G স্মার্টফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ অপশনে পাওয়া যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলঞ্চের সময় ফোনটির দাম ছিল 20,990 টাকা। Vivo-র এই ফোনে রয়েছে একটি 6.58-ইঞ্চি IPS LCD ডিসপ্লে।
ফোনের ডিসপ্লেতে ওয়াটারড্রপ বা টিয়ারড্রপ নচ ডিজাইন দেওয়া হয়েছে। এর ডিসপ্লেতে পাবেন 90Hz রিফ্রেশ রেট ও FHD+ রেজোলিউশন সাপোর্ট করে এই ফোন। ডিভাইসে সাইড মাউন্ট করা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
এই ফোন Qualcomm Snapdragon 480 5G চিপসেটে কাজ করে। ফোনে 8GB ফিজিক্যাল র্যাম ও 4GB ভার্চুয়াল র্যাম ফিচার রয়েছে। একই সঙ্গে এতে 128GB অভ্যন্তরীণ স্টোরেজ পাবেন। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যেতে পারে।
Vivo Y72 5G এর ক্যামেরা স্পেসিফিকেশনের কথা ধরলে এতে রয়েছে দুটি রেয়ার ক্যামেরা ও একটি LED ফ্ল্যাশ লাইট। ফোনের প্রাইমারি রেয়ার ক্যামেরা 48MP-র। এছাড়াও ফোনে একটি 2MP বোকেহ ক্যামেরা পাওয়া যায়। সেলফির জন্য ফোনে 8MP ক্যামেরা দেওয়া হয়েছে।
এই স্মার্টফোন Android 11-এর উপর ভিত্তি করে FunTouch OS 11-এ কাজ করে। কানেক্টিভিটির জন্য এতে ডুয়াল সিম কার্ড, 5জি নেটওয়ার্ক, ওয়াই-ফাই, ব্লুটুথ 5.1, ইউএসবি টাইপ সি ও 3.5 এমএম অডিও জ্যাক দেওয়া হয়েছে।
এতে একটি 5,000mAh ব্যাটারি ও 18W দ্রুত চার্জিংয়ের বৈশিষ্ট্য রয়েছে। এই ফোনের দাম ১০০০ টাকা কমানো হয়েছে। এখন এই ফোনটি Amazon Flipkart থেকে 19990 টাকায় কেনা যাবে।
ডিভাইসের আয়তন 164.15 x 75.35 x 8.4 এমএম। এর ওজন 188 গ্রাম। হ্যান্ডসেটটি প্রিজম ম্যাজিক (ব্লু) ও স্লেট গ্রে-এর মতো রঙে পাওয়া যাচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -