Whatsapp: অন্য ইউজারকে না জানিয়ে কীভাবে তাঁর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখবেন?

Whatsapp Status: অন্য ইউজারকে না জানিয়ে কীভাবে গোপনে তাঁর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখবেন জেনে নিন।

প্রতীকী ছবি

1/10
হোয়াটসঅ্যাপে কোনও ইউজারকে না জানিয়ে কীভাবে তাঁর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখবেন, সেই ট্রিকস জেনে নিন।
2/10
অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই ভার্সানেই অন্যকে না জানিয়ে তাঁর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখার সুযোগ রয়েছে ইউজারদের কাছে।
3/10
অর্থাৎ আপনি কার্যত লুকিয়েই অন্য হোয়াটসঅ্যাপ ইউজারের স্ট্যাটাস দেখতে পাবেন। আর তিনি টেরও পাবেন না।
4/10
যদি ইউজারের হোয়াটসঅ্যাপের সেটিংসে read receipts অথবা viewing it offline এই অপশন ডিসেবল করা থাকে তাহলেই কাউকে না জানিয়ে আপনি তাঁর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পাবেন।
5/10
এর পাশাপাশি ইউজার hidden WhatsApp Status folder অপশন চেক করে রাখতে পারেন। এক্ষেত্রে সরাসরি স্ট্যাটাস দেখতে পাবেন না ইউজার।
6/10
এবার দেখে নিন কীভাবে read receipts অপশন হোয়াটসঅ্যাপে ডিসেবল করবেন। এক্ষেত্রে কয়েকটি সহজ টিপস অনুসরণ করতে হবে।
7/10
আপনার অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপ খুলতে হবে প্রথমে।
8/10
ডানদিকের কোণে থাকা তিনটে ডটে ট্যাপ করে মেনু অপশন খুলতে হবে। এরপর ট্যাপ করতে হবে সেটিংসে এবং অ্যাকাউন্ট ওপেন করতে হবে বা খুলতে হবে।
9/10
এরপরের ধাপে প্রাইভেসি সিলেক্ট করে তারপর read receipts অপশন ডিসেবল করতে হবে। তারপরেই আপনি অন্যকে না জানিয়ে দেখতে পাবেন তাঁর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস।
10/10
উপরের পদ্ধতিগুলি একে একে অনুসরণ করলে তবেই আপনি অন্য ইউজারকে না জানিয়ে তাঁর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পাবেন।
Sponsored Links by Taboola