Whatsapp: অন্য ইউজারকে না জানিয়ে কীভাবে তাঁর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখবেন?
হোয়াটসঅ্যাপে কোনও ইউজারকে না জানিয়ে কীভাবে তাঁর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখবেন, সেই ট্রিকস জেনে নিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅ্যান্ড্রয়েড এবং আইওএস দুই ভার্সানেই অন্যকে না জানিয়ে তাঁর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখার সুযোগ রয়েছে ইউজারদের কাছে।
অর্থাৎ আপনি কার্যত লুকিয়েই অন্য হোয়াটসঅ্যাপ ইউজারের স্ট্যাটাস দেখতে পাবেন। আর তিনি টেরও পাবেন না।
যদি ইউজারের হোয়াটসঅ্যাপের সেটিংসে read receipts অথবা viewing it offline এই অপশন ডিসেবল করা থাকে তাহলেই কাউকে না জানিয়ে আপনি তাঁর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পাবেন।
এর পাশাপাশি ইউজার hidden WhatsApp Status folder অপশন চেক করে রাখতে পারেন। এক্ষেত্রে সরাসরি স্ট্যাটাস দেখতে পাবেন না ইউজার।
এবার দেখে নিন কীভাবে read receipts অপশন হোয়াটসঅ্যাপে ডিসেবল করবেন। এক্ষেত্রে কয়েকটি সহজ টিপস অনুসরণ করতে হবে।
আপনার অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপ খুলতে হবে প্রথমে।
ডানদিকের কোণে থাকা তিনটে ডটে ট্যাপ করে মেনু অপশন খুলতে হবে। এরপর ট্যাপ করতে হবে সেটিংসে এবং অ্যাকাউন্ট ওপেন করতে হবে বা খুলতে হবে।
এরপরের ধাপে প্রাইভেসি সিলেক্ট করে তারপর read receipts অপশন ডিসেবল করতে হবে। তারপরেই আপনি অন্যকে না জানিয়ে দেখতে পাবেন তাঁর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস।
উপরের পদ্ধতিগুলি একে একে অনুসরণ করলে তবেই আপনি অন্য ইউজারকে না জানিয়ে তাঁর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পাবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -