Welcome 2022: হোয়াটসঅ্যাপে নতুন বছরে নয়া ফিচার, এই সুবিধাগুলি আসতে চলেছে অ্যাপে
Happy New Year 2022: চলতি বছর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য ছিল বিশেষ সাল। মেটা মালিকানাধীন এই কোম্পানি চলতি বছরে অনেক দুর্দান্ত ফিচার চালু করেছে। আরও অনেক ফিচার নিয়ে কাজ করছে কোম্পানি। আগামী বছরের মধ্যে এগুলো চালু করা হবে। ২০২২ সালে হোয়াটসঅ্যাপ থেকে নতুন এই ফিচারগুলি পাবেন আপনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅটো ডিলিট অ্যাকাউন্ট: রিপোর্ট বলছে, নতুন এই ফিচার নিয়ে কাজ করছে কোম্পানি। আগামী বছর এটি লঞ্চ হওয়ার কথা। এতে অ্যাকাউন্টটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার না করা হলে এটি নিজেই মুছে যাবে বা ডিলিট হয়ে যাবে।
রিপিট নোটিফিকেশন: অনেক সময় হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন মিস হয়ে যায়। ফোনটি সবসময় আপনার হাতে থাকে না বা রাখা সম্ভবও নয়। এমন পরিস্থিতিতে কিছু প্রয়োজনীয় নোটিফিকেশন মিস স্বাভাবিক। ২০২২ সালে রিপিট নোটিফিকেশন ফিচার এই সমস্যাটি দূর করবে।
আরও লিঙ্কড ডিভাইস সাপোর্ট: বর্তমানে WhatsApp-এর একাধিক ডিভাইস ফিচার আপনাকে 4টি ডিভাইসের সাথে একটি ফোনের অ্যাকাউন্ট লিঙ্ক করতে দেয়৷ ২০২২ সালে আপনি 4টির বেশি ডিভাইস যুক্ত করতে পারবেন নতুন ফিচারের মাধ্যমে।
চ্যাটের জন্য থিম সাপোর্ট: ২০২২ সালে WhatsApp তার ইউজারদের জন্য পার্সোনাল চ্যাটিং অভিজ্ঞতার সুযোগ দেবে। এর মাধ্যমে আপনি কাস্টমাইজড ওয়ালপেপার হালকা ও অন্ধকার ওয়ালপেপার ব্যবহার করতে পারবেন। এই ফিচার নিয়েও কাজ চলছে।
ভয়েস কলের জন্য নতুন ইন্টারফেস: হোয়াটসঅ্যাপ ভয়েস কলের জন্য একটি নতুন ইন্টারফেস তৈরি করছে। এই নতুন ফিচারের সঙ্গে আপনি এই অ্যাপে কল করার একটি ভিন্ন অভিজ্ঞতা পাবেন। এ বিষয়ে কাজ শুরু করেছে কোম্পানি। নতুন বছরে এই ফিচার আসতে চলেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -