Whatsapp Banned: নভেম্বরেও ৩৭ লক্ষের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ ভারতে!
ইউজারদের নিরাপত্তার জন্য ফের কড়া পদক্ষেপ নিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। নভেম্বর মাসেও বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তাদের নভেম্বর মাসের রিপোর্টে জানিয়েছে, ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে ৩৭,১৬,০০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে।
পরিসংখ্যান অনুসারে, গত মাসের তুলনায় ব্যান অ্যাকাউন্টের সংখ্যা ৬০ শতাংশ বেড়েছে। অর্থাৎ অক্টোবর মাসে যে সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে তার থেকে ৬০ শতাংশ বেশি অ্যাকাউন্ট নভেম্বরে ব্যান করেছে হোয়াটসঅ্যাপ।
জানা গিয়েছে, নভেম্বর মাসে হোয়াটসঅ্যাপের তরফে যেসমস্ত অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে ৯.৯ লক্ষ অ্যাকাউন্টের ক্ষেত্রে ইউজারদের অভিযোগ আসার আগেই তা ব্যান করা হয়েছে।
এর আগে অক্টোবর মাসে ভারতে ২৩.২৪ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর মধ্যে ৮.১১ লক্ষ অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ আসার আগেই তা ব্যান করা হয়েছিল।
গত বছর চালু হয়েছে তথ্য প্রযুক্তি সংক্রান্ত কঠোর নিয়ম। সেই নিয়ম অনুসারে অর্থাৎ Information Technology Rules 2021- এর ভিত্তিতে এই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে।
যেসমস্ত ডিজিটাল মাধ্যমে ৫০ লক্ষের বেশি ইউজার রয়েছে তাদের প্রতি মাসে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। সেখানে উল্লেখ থাকবে কী কী অভিযোগ জমা পড়েছে এবং তার ভিত্তিতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষার ব্যাপারে বরাবরই সচেতন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তাঁদের সুরক্ষার খাতিরেই নিজেদের নিয়ম নীতি আরও দৃঢ় করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা।
এমনিতে সুরক্ষার জন্য ইউজারদের দেওয়া হয় এন্ড-টু-এন্ড মেসেজ এনক্রিপশনের সুবিধা। তার পাশাপাশি কোনও অ্যাকাউন্টে গন্ডগোল দেখা দিলেই তা ব্যান করে হোয়াটসঅ্যাপ।
নভেম্বর মাসে ইউজারদের তরফে ৯৪৬টি অভিযোগ জমা পড়েছে হোয়াটসঅ্যাপে। এইসব আবেদনে ৮৩০টি অ্যাকাউন্ট নিষিদ্ধ করতে বলা হয়েছিল। মাত্র ৭৩টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ছবি সূত্র- পিক্সেলস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -