Health Tips: কোন জটিল অসুখের কারণে চুল পড়ে?
একরাশ ঘন কালো চুল (Hair Care) পেতে কে না চায়। কিন্তু এত ধুলো, ধাঁয়া, দূষণের মধ্যে চুল সুস্থ রাখা বেশ কঠিন কাজ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশেষজ্ঞরা জানাচ্ছেন, নানা কারণে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। পেটের গোলমাল থেকে হজমের সমস্যা।
কিংবা অন্য কোনও অসুখ। সারাদিনে প্রচুর পরিমাণে চুল পড়ছে? শরীরে এই জটিল রোগ বাসা বাঁধেনি তো?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চুল পড়ার সঙ্গে মানসিক স্বাস্থ্যের অনেক সম্পর্ক রয়েছে। তাঁদের মতে, স্ট্রেস (Stress), উদ্বেগের মতো সমস্যা দেখা দিলে চুল পড়ার সমস্যা দেখা দেয়।
শুধু দেখাই দেয় না, চুল পড়ার সমস্যাকে আরও খানিকটা বাড়িয়ে দেয়। অনেকেই চুল পড়ার সমস্যাকে এড়িয়ে চলেন।
আসলে তিনি সম্পূর্ণ স্বাস্থ্যকে অবহেলা করছেন এর ফলে। বিশেষজ্ঞদের মতে, আমাদের স্বাস্থ্যের সমস্ত দিকেই নজর দেওয়া দরকার বিশেষভাবে। যেকোনও অস্বাভাবিক কিছুতেই নজর দিতে হবে।
চিকিৎসকদের মতে, চুল পড়ার সমস্যা অনেকটাই হয়ে থাকে স্ট্রেস, উদ্বেগ, অবসাদ, আত্মবিশ্বাসের ঘাটতি, আত্মহত্যার প্রবণতার মতো মানসিক সমস্যাগুলি দেখা দিলে।
তাই যদি মারাত্মক হারে চুল পড়ার সমস্যা দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন। হতে পারে, সেই ব্যক্তির মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হয়েছে। আর তাঁর চিকিৎসা প্রয়োজন রয়েছে।
চুলের স্বাস্থ্য বজায় রাখতে তাই শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া দরকার। কোনও উপসর্গই অবহেলা করা চলবে না।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -