Whatsapp Chat History: কিউআর কোডের সাহায্যে একফোন থেকে অন্য ফোনে হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি স্থানান্তর, কী কী প্রয়োজন?
পুরনো ফোন থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি নতুন ফোনে ট্রান্সফার করা এখন অনেক সহজ হয়ে গিয়েছে। পুরনো আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোন, দুই ডিভাইস থেকেই চ্যাট হিস্ট্রি ট্রান্সফার বা স্থানান্তর করার সুবিধা রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিউআর কোডের সাহায্যে চ্যাট হিস্ট্রির পাশাপাশি মিডিয়া অ্যাটাচমেন্টও ট্রান্সফার করা যাবে। তবে এক্ষেত্রে দুটো ডিভাইসেই একই ধরনের অপারেটিং সিস্টেমের সাপোর্ট থাকা প্রয়োজন।
অর্থাৎ অ্যান্ড্রয়েড থেকে অ্যান্ড্রয়েড ফোনে কিংবা আইফোন থেকে আইফোনে চ্যাট হিস্ট্রি ট্রান্সফার করা যাবে। আর এক্ষেত্রে স্টোরেজ বা ক্লাউডে কোনও ব্যাকআপ না রেখেই চ্যাট হিস্ট্রি ট্রান্সফার করা যাবে।
কিউআর কোডের সাহায্যে হোয়াটসঅ্যাপের মেসেজ, বিভিন্ন মিডিয়া ফাইল যেমন- ডকুমেন্ট, লিঙ্ক, ভিডিও এক ফোন থেকে অন্য ফোনে ট্রান্সফার করা যাবে। তবে হোয়াটসঅ্যাপ কল হিস্ট্রি বা পেমেন্ট হিস্ট্রি ট্রান্সফার করা যাবে না।
কিউআর কোডের মাধ্যমে হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি এক ফোন থেকে অন্য ফোনে ট্রান্সফার করতে চাইলে (অ্যান্ড্রয়েড ডিভাইসে) দুটো ফোনেই Android OS Lollipop 5.1 অথবা Android 6 বা তার থেকে বেশি ভার্সান ইন্সটল থাকা প্রয়োজন।
ট্রান্সফার প্রসেস শেষ না হওয়ার আগে ওই দুই ফোনে হোয়াটসঅ্যাপ রাখা চলবে না। এছাড়াও দুটো ফোনেই ওয়াই-ফাই সাপোর্ট এবং একই নেটওয়ার্ক থাকা প্রয়োজন।
আইওএস ডিভাইসের ক্ষেত্রে পুরনো এবং নতুন আইফোন দুইয়ের ক্ষেত্রেই WhatsApp for iOS version 2.23.9.77 অথবা এর থেকে বেশি ভার্সান ইন্সটল থাকা প্রয়োজন।
সম্প্রতি হোয়াটসঅ্যাপে চালু হয়েছে চ্যাট লক ফিচার। আগে পুরো হোয়াটসঅ্যাপ অ্যাপটি লক করে রাখার ফিচার চালু ছিল। তবে এবার নির্দিষ্ট চ্যাটও লক করে রাখতে পারবেন ইউজাররা।
অজানা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ফোন এলে সাইলেন্ট থাকবে ডিভাইস। এই ফিচার সম্প্রতিই চালু হয়েছে হোয়াটসঅ্যাপে। ফলে কাজের মাঝে অচেনা নম্বরের ফোনকল এলে আর বিব্রত হবেন না আপনি।
হোয়াটসঅ্যাপে আপনাকে যাতে যখন তখন যেকোনও গ্রুপে না যুক্ত করা যায়, সেই জন্য ব্লক অপশন রয়েছে। সাধারণত হোয়াটসঅ্যাপে ইউজারকে যেকোনও গ্রুপে অ্যাড করার অপশন ওপেন টু অল থাকে। এক্ষেত্রে সেটিংসে পরিবর্তনের মাধ্যমে আপনি এই ফিচার ব্লক করতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -