হোয়াটসঅ্যাপে ইউজারদের সুবিধায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার, কী কী পরিষেবা পাওয়া যাবে?
বিশ্বের জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের মধ্যে অন্যতম হল হোয়াটসঅ্যাপ। মেটা অধিকৃত এই অ্যাপে ইউজারদের সুবিধার জন্য মাঝে মাঝেই নিত্যনতুন ফিচার চালু হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ যা উইন্ডোজ ভার্সানে সেখানে দুটো দুটো আপডেট যুক্ত হয়েছে এবং তার মাধ্যমে ইউজাররা নানা সুবিধা পাবেন।
একটি ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপের পেরেন্ট অর্গানাইজেশন মেটা জানিয়েছে, উইন্ডোজ ভার্সানে গ্রুপ ভিডিও কলের ক্ষেত্রে এখন ৮ জন পর্যন্ত ইউজারকে একসঙ্গে যুক্ত করা যাবে। অডিও গ্রুপ কলের ক্ষেত্রে এই ইউজারের সংখ্যাটা ৩২ জন।
হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপের সাম্প্রতিক ভার্সান দ্রুত গতিতে লোড হবে বলে শোনা গিয়েছে। এছাড়াও এই মাধ্যমে যুক্ত হয়েছে মাল্টি ডিভাইস কেপেবিলিটি। অর্থাৎ একসঙ্গে অনেক ডিভাইস যুক্ত করার সুবিধা।
মেটা আরও জানিয়েছে মোবাইল ভার্সানে হোয়াটসঅ্যাপ অ্যাপের যা ইন্টারফেস সেই একই ধরনের ইন্টারফেস রয়েছে উইন্ডোজ ভার্সানের হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপে।
এখানেও এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে মেসেজ, মিডিয়া, কল এই সবই সুরক্ষিত থাকে। মোবাইল ফোন, ট্যাবলেট, কম্পিউটারের মতোই এখানেও ইউজারদের তথ্য সুরক্ষিত থাকে।
গত কয়েক মাস ধরেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন ধরনের ফিচার অর্থাৎ আপডেট যুক্ত হয়েছে। কখনও হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। এমন ফিচারও চালু হয়েছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কোনও সদস্য বেরিয়ে গেলে সেটা শুধু অ্যাডমিন জানতে পারবেন। এছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপে আসা কোনও মেসেজ ডিলিটের ক্ষমতাও রয়েছে অ্যাডমিনদের হাতে।
হোয়াটসঅ্যাপে গ্রপে কারা যুক্ত হবেন তা ঠিক করতে পারবেন গ্রুপ অ্যাডমিনরা। তাঁদের হাতে থাকবে ক্ষমতা। তাঁরাই সিদ্ধান্ত নেবেন যে বা কারা গ্রুপে যুক্ত হবেন আর কারা হবেন না। অনেক সময় লিঙ্ক ইনভাইটের মাধ্যমে হোয়াটসঅ্যাপে গ্রুপে যুক্ত হওয়ার বিষয় থাকে। সেক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে এই ফিচার চালু হওয়া প্রয়োজন ছিল। তাই এই নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনরা ঠিক করতে পারবেন যে কারা গ্রুপে যুক্ত হবেন, আর কারা হবেন না।
হোয়াটসঅ্যাপের কনট্যাক্টে লিস্টে থাকা ইউজারদের সঙ্গে আপনি কোন কোন হোয়াটসঅ্যাপে গ্রুপে কমন বা একসঙ্গে রয়েছে সেটা জানা যাবে। এই ফিচারের নাম 'গ্রুপস ইন কমন'। জানা গিয়েছে, গ্লোবাল স্তরে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই দুই আপডেটের রোল আউট শুরু হবে।
এখনও পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে হোয়াটসঅ্যাপের এইসব সুযোগ-সুবিধা। ঠিকভাবে রোল আউট সম্পন্ন হলে সমস্ত ইউজারদের জন্য এই ফিচার চালু হয়ে যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -