WhatsApp Down: দেড় ঘণ্টার বেশি বন্ধ থাকার পর অবশেষে সচল হোয়াটসঅ্যাপ, কেন হয়েছিল গন্ডগোল
Whatsapp: ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বন্ধ ছিল হোয়াটসঅ্যাপ পরিষেবা। পাঠানো যাচ্ছিল না মেসেজ। ইউজাররা মেসেজ রিসিভ করতেও পারছিলেন না।
প্রতীকী ছবি
1/10
আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ হয়েছিল হোয়াটসঅ্যাপ পরিষেবা। আজ ২৫ অক্টোবর দুপুর ১২টার একটু পর থেকেই শুরু হয়েছিল এই সমস্যা।
2/10
ভারতের একাধিক শহরে হোয়াটসঅ্যাপে সমস্যার সম্মুখীন হন ইউজাররা। মেসেজ পাঠানো যাচ্ছিল না। ইউজাররা মেসেজ রিসিভ করতেও পারছিলেন না।
3/10
দেড় ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ ছিল হোয়াটসঅ্যাপ পরিষেবা। তারপর ধীরে ধীরে স্বাভাবিক হয় জনপ্রিয় এই মেসেজিং অ্যাপের সার্ভিস।
4/10
সমস্যা শুরু হওয়ার পরেই হোয়াটসঅ্যাপের পেরেন্ট অর্গানাইজেশন 'মেটা'-র তরফে জানানো হয় দ্রুত পরিষেবা সচল করার চেষ্টা করছে তারা। শুধু তাই নয়, ইউজারদের সমস্যার কথা বুঝতে পারছে বলেও জানায় মেটা কর্তৃপক্ষ।
5/10
প্রসঙ্গত উল্লেখ্য, ট্যুইটারেই ইউজাররা প্রথম জানিয়েছেন যে হোয়াটসঅ্যাপ কাজ করছে না। সেই সঙ্গে মুহূর্তের মধ্যে ভাইরাল হতে শুরু করেছিল বিভিন্ন মিম।
6/10
সাধারণত সোশ্যাল মিডিয়া মাধ্যমে এভাবে ব্যাপক হারে সমস্যা দেখা দিলে তা পর্যবেক্ষণ করে website outage monitor website DownDetector। এই ওয়েবসাইটের মাধ্যমেই আজকের হোয়াটসঅ্যাপের সমস্যাও নজরে এসেছিল।
7/10
এর আগে গত বছরও এভাবে দীর্ঘক্ষণ হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ ছিল। সেই সময়ে একপ্রকার বিরক্ত হয়েই হোয়াটসঅ্যাপে ছেড়ে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে স্থানান্তরিত হন অনেক ইউজার।
8/10
আজ ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে যেমন- দক্ষিণ আফ্রিকা, গ্রেট ব্রিটেন ও অন্যান্য আরও অনেক দেশেই হোয়াটসঅ্যাপে দেখা গিয়েছিল সমস্যা।
9/10
হোয়াটসঅ্যাপের এই সমস্যা কেন দেখা গিয়েছে সেই প্রসঙ্গে সুনিশ্চিত ভাবে কিছু জানায়নি মেটা কর্তৃপক্ষ।
10/10
আজ মুম্বই, কলকাতা, দিল্লি, লখনউ এবং অন্যান্য আরও অনেক শহরেই বন্ধ হয়ে হোয়াটসঅ্যাপের পরিষেবা।
Published at : 25 Oct 2022 06:30 PM (IST)