WhatsApp Down: দেড় ঘণ্টার বেশি বন্ধ থাকার পর অবশেষে সচল হোয়াটসঅ্যাপ, কেন হয়েছিল গন্ডগোল
আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ হয়েছিল হোয়াটসঅ্যাপ পরিষেবা। আজ ২৫ অক্টোবর দুপুর ১২টার একটু পর থেকেই শুরু হয়েছিল এই সমস্যা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতের একাধিক শহরে হোয়াটসঅ্যাপে সমস্যার সম্মুখীন হন ইউজাররা। মেসেজ পাঠানো যাচ্ছিল না। ইউজাররা মেসেজ রিসিভ করতেও পারছিলেন না।
দেড় ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ ছিল হোয়াটসঅ্যাপ পরিষেবা। তারপর ধীরে ধীরে স্বাভাবিক হয় জনপ্রিয় এই মেসেজিং অ্যাপের সার্ভিস।
সমস্যা শুরু হওয়ার পরেই হোয়াটসঅ্যাপের পেরেন্ট অর্গানাইজেশন 'মেটা'-র তরফে জানানো হয় দ্রুত পরিষেবা সচল করার চেষ্টা করছে তারা। শুধু তাই নয়, ইউজারদের সমস্যার কথা বুঝতে পারছে বলেও জানায় মেটা কর্তৃপক্ষ।
প্রসঙ্গত উল্লেখ্য, ট্যুইটারেই ইউজাররা প্রথম জানিয়েছেন যে হোয়াটসঅ্যাপ কাজ করছে না। সেই সঙ্গে মুহূর্তের মধ্যে ভাইরাল হতে শুরু করেছিল বিভিন্ন মিম।
সাধারণত সোশ্যাল মিডিয়া মাধ্যমে এভাবে ব্যাপক হারে সমস্যা দেখা দিলে তা পর্যবেক্ষণ করে website outage monitor website DownDetector। এই ওয়েবসাইটের মাধ্যমেই আজকের হোয়াটসঅ্যাপের সমস্যাও নজরে এসেছিল।
এর আগে গত বছরও এভাবে দীর্ঘক্ষণ হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ ছিল। সেই সময়ে একপ্রকার বিরক্ত হয়েই হোয়াটসঅ্যাপে ছেড়ে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে স্থানান্তরিত হন অনেক ইউজার।
আজ ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে যেমন- দক্ষিণ আফ্রিকা, গ্রেট ব্রিটেন ও অন্যান্য আরও অনেক দেশেই হোয়াটসঅ্যাপে দেখা গিয়েছিল সমস্যা।
হোয়াটসঅ্যাপের এই সমস্যা কেন দেখা গিয়েছে সেই প্রসঙ্গে সুনিশ্চিত ভাবে কিছু জানায়নি মেটা কর্তৃপক্ষ।
আজ মুম্বই, কলকাতা, দিল্লি, লখনউ এবং অন্যান্য আরও অনেক শহরেই বন্ধ হয়ে হোয়াটসঅ্যাপের পরিষেবা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -