Whatsapp: ট্যুইটারের মতো হোয়াটসঅ্যাপেও চালু হতে চলেছে এডিট অপশন

হোয়াটসঅ্যাপে এডিট অপশন চালু হতে চলেছে। কবে এই ফিচার চালু হবে তা নিশ্চিত ভাবে জানা যায়নি।

প্রতীকী ছবি

1/10
এবার হোয়াটসঅ্যাপেও আসছে 'এডিট' অপশন, কী সুবিধা পাবেন ইউজাররা, জেনে নিন।
2/10
হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া মেসেজ এডিট করার অপশন চালু হতে চলেছে। কবে এই ফিচার চালু হবে নির্দিষ্ট ভাবে জানা যায়নি।
3/10
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার চালু হলে কাউকে ভুল টাইপ করে পাঠিয়ে দেওয়া মেসেজ এডিট করার অপশন পাবেন ইউজাররা।
4/10
এই ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজ এডিট করার অপশন পাবেন ইউজাররা। WaBetaInfo সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে এনেছে।
5/10
বর্তমানে শুধু ইউজাররা পাঠানো মেসেজ হোয়াটসঅ্যাপের চ্যাটবক্স থেকে ডিলিট করতে পারেন। আগে অবশ্য এই মেসেজ ডিলিটের ক্ষেত্রেও একটা নির্দিষ্ট সময় ছিল এবং যা যথেষ্ট কম। তবে সেই মেয়াদ এখন বৃদ্ধি পেয়েছে।
6/10
হোয়াটসঅ্যাপে মেসেজ ডিলিটের ক্ষেত্রে দুটো অপশন রয়েছে। ডিলিট ফর মি এবং ডিলিট ফর এভরিওয়ান। এই দ্বিতীয় অপশন অর্থাৎ ডিলিট ফর এভরিওয়ানের ক্ষেত্রে মেয়াদ বেড়েছে। বর্তমানে মেসেজ পাঠানোর পর ২ দিন পর্যন্ত তা ডিলিটের অপশন পাবেন আপনি।
7/10
অনুমান, তাড়াতাড়িই এই ফিচার চালু হবে হোয়াটসঅ্যাপে। সেই সঙ্গে এও মনে করা হচ্ছে যে সম্ভবত হোয়াটসঅ্যাপের তরফে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে। তার মধ্যেই কাউকে পাঠানো মেসেজ এডিটের সুযোগ পাবেন ইউজাররা।
8/10
বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ। ইউজারদের সুবিধায় প্রায়শই নিত্যনতুন ফিচার লঞ্চ করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এবার মেসেজ পাঠানোর পর তা এডিট করার অপশন নিয়ে আসতে চলেছে এই মেসেজিং অ্যাপ সংস্থা। এই ফিচারের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
9/10
অনেকসময়েই মেসেজ টাইপ করার ক্ষেত্রে আমাদের ভুল হয়ে যায়। সেই ভুল শুধরে নেওয়ার জন্যই ইউজারদের জন্য নতুন এডিট অপশন চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ সংস্থা।
10/10
কয়েকদিন আগেই ট্যুইটারেও এডিট অপশন চালু হয়েছে। বহুদিন ধরে এই ফিচারের অপেক্ষায় ছিলেন টুইটারিয়ানরা। অবশেষে বহু প্রতীক্ষিত এই ফিচার চালু হতে চলেছে ট্যুইটারে।
Sponsored Links by Taboola