Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Whatsapp Features: হোয়াটসঅ্যাপের 'চ্যাট লক' ফিচার, বজায় থাকবে ইউজারদের 'প্রাইভেসি'
ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপে চালু হয়েছে নতুন ফিচার। তবে সমস্ত ইউজার এই সুবিধা পাচ্ছেন না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপে নতুন কী ফিচার চালু হয়েছে। সম্প্রতি চালু হয়েছে লক চ্যাট ফিচার।
হোয়াটসঅ্যাপের ফিচারের সুবিধা নির্দিষ্ট কিছু সংখ্যক সদস্য পাচ্ছেন বর্তমানে। পরে সব ইউজারদের জন্য এই ফিচারের সুবিধা চালু হবে।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WaBetaInfo জানিয়েছে, কিছু সংখ্যক বিটা টেস্টার বর্তমানে লক চ্যাট ফিচার ব্যবহার করতে পারছেন। নতুন এই ফিচারের সাহায্যে দারুণ সুবিধা পাবেন ইউজাররা।
এখন আর কয়েকটি চ্যাট লুকিয়ে রাখার জন্য তাঁদের পুরো হোয়াটসঅ্যাপ লক করতে হবে না। বরং নির্দিষ্ট চ্যাট লক করে রাখার ফিচারই যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে।
জানা গিয়েছে, কোনও চ্যাট লক থাকলে সেখানে আসা ছবি বা ভিডিও ফোনের গ্যালারিতে আপনাআপনি ডাউনলোডও হবে না। এভাবেই ইউজারের সুরক্ষা এবং নিরাপত্তা বজায় রাখা হবে।
হোয়াটসঅ্যাপ কনট্যাক্টের প্রোফাইল সেকশনে যেতে হবে। স্ক্রল করে নীচে গিয়ে চ্যাট লক ফিচারে ট্যাপ করতে হবে। এবার 'লক দিস চ্যাট উইথ ফিঙ্গারপ্রিন্ট' অপশন এনাবেল করতে হবে।
অনেকসময়েই আমাদের ফোন অন্য কারও হাতে থাকে। হয়তো কোনও কাজেই দ্বিতীয় ব্যক্তিকে ফোন দিয়েছেন আপনি। সেই সময়ে কেউ যেন আপনার ব্যক্তিগত বিষয়ে উঁকি দিতে না পারে সেই জন্যই এই সুরক্ষার বন্দোবস্ত।
এবার একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা যাবে চারটে ফোন থেকে। অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয় ক্ষেত্রেই এই ফিচার ব্যবহারের সুবিধা থাকছে। সম্প্রতি মার্ক জুকারবার্গ ফেসবুক পোস্টে এই খবর জানিয়েছেন।
হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে, কোনও ফোনে আগে থেকেই সংশ্লিষ্ট অ্যাকাউন্ট লগ ইন থাকলে অন্য ফোনেও করা যাবে। যেখানে চ্যাট শেষ হয়েছিল, সেখান থেকেই আবার চ্যাট শুরু করা যাবে বাকি ফোনগুলিতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -