Whatsapp Features: মেসেজ পাঠানোর পরেও এডিটের সুবিধা, হোয়াটসঅ্যাপে এবছর আসতে চলেছে একগুচ্ছ নতুন ফিচার
চলতি বছর ইউজারদের সুবিধার জন্য একগুচ্ছ নতুন ফিচার লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এইসব ফিচার সব ইউজারদের জন্য চালু হয়ে গেলে একাধিক সুবিধা পাবেন ইউজাররা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার দেখে নেওয়া যাক এবছর হোয়াটসঅ্যাপে কী কী ফিচার চালু হতে চলেছে। ইতিমধ্যেই অনেক ফিচারের রোল আউট শুরু হয়ে গিয়েছে। কিছু ফিচার বিটা টেস্টিংয়ের পর্যায়ে রয়েছে।
মেসেজ এডিট- হোয়াটসঅ্যাপ সংস্থা ইউজারকে মেসেজ পাঠানোর পরেও তা এডিট করার সুবিধা দেবে।
হোয়াটসঅ্যাপে মেসেজ এডিট করার জন্য ১৫ সেকেন্ডের একটা উইন্ডো দেওয়া হবে। অর্থাৎ মেসেজ পাঠানোর পর তা এডিট করার জন্য ১৫ সেকেন্ড সময় পাবেন ইউজাররা।
হোয়াটসঅ্যাপে রয়েছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। এই মেসেজ ডিলিট হয়ে যায় একটি নির্দিষ্ট সময়ান্তরে। এই ফিচারেও যুক্ত হতে চলেছে নতুন আপডেট।
হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং মেসেজের ক্ষেত্রে ১৫টি নতুন ডিউরেশন যুক্ত হতে চলেছে। অর্থাৎ কতক্ষণে মেসেজ ডিলিট হতে চলেছে সেক্ষেত্রে ১৬টি নতুন অপশন পাওয়া যাবে।
মেসেজের ক্ষেত্রে ভিউ ওয়ান্স ফিচার আগেই চালু হয়েছে হোয়াটসঅ্যাপে। এবার অডিও মেসেজের ক্ষেত্রেও এই ফিচার চালু হতে চলেছে। অর্থাৎ ভিউ ওয়ান্স অডিও ফিচার চালু হতে চলেছে।
হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য আসতে চলেছে অডিও চ্যাট ফিচার। একদম নতুন ধরনের অভিজ্ঞতা পাবেন ইউজাররা।
এই ফিচারগুলি এখনও চালু হয়নি। তবে খুব তাড়াতাড়ি চালু হবে বলে অনুমান করা হচ্ছে। আপাতত চলছে পরীক্ষা নিরীক্ষার কাজকর্ম।
অ্যান্ড্রয়েড এবং আইওএস ইউজারদের জন্য একাধিক ফিচার লঞ্চ করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপে আরও কিছু ফিচার আসতে চলেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -