Whatsapp Features: হোয়াটসঅ্যাপে চমক, ইউজারদের জন্য আসছে আরও সুবিধা, কী কী ফিচার লঞ্চ হবে?
হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে একগুচ্ছ নতুন ফিচার। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এইসব ফিচারের রোল আউট শুরু হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএতদিন হোয়াটসঅ্যাপ স্টেটাসে ছবি বা ভিডিও আপলোড করার সুযোগ পেতেন ইউজাররা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও কিছু আপডেট।
সেই সঙ্গে ইউজারদের নিরাপত্তার খাতিরে অ্যাডভান্স প্রাইভেসি সেটিংসও যুক্ত হয়েছে। এছাড়াও হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করা যাবে ভয়েস বা অডিও ফাইল।
কারও স্টেটাস থেকে ভাল লাগলে সেখানে ইমোজি দিয়ে রিঅ্যাকশন জানানোর ফিচারও চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে। এছাড়াও স্টেটাস আপডেটে পাওয়া যাবে লিঙ্ক প্রিভিউ।
নতুন প্রাইভেসি অপশনের ক্ষেত্রে ইউজাররা বেছে নিতে পারবেন যে কারা তাঁদের হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখবেন, আর কারা দেখবেন না। একবার যাঁদেরকে স্টেটাস দেখার থেকে রেস্ট্রিক্ট করা হবে তাঁরা আর স্টেটাস দেখতে পাবেন না হোয়াটসঅ্যাপে।
এর পাশাপাশি ৩০ সেকেন্ডের ভয়েস রেকর্ড করে স্টেটাসে দেওয়ার ফিচারও এবার রোল আউট করা হবে হোয়াটসঅ্যাপে। এছাড়াও স্টেটাস আপডেটে ইমোজির সাহায্যেও রিপ্লাই দিতে পারবেন ইউজাররা।
কোনও ইউজার স্টেটাস আপডেট করলে তাঁর প্রোফাইল পিকচারের চারধারে একটি গোল রিং তৈরি হবে। চ্যাটের মধ্যে এরকম কোনও কনট্যাক্ট থাকলে সেখানে ক্লিক করলে আপনি সরাসরি স্টেটাস দেখতে পাবেন।
কোনও স্টেটাসের রিপ্লাই দিতে হলে ওই নির্দিষ্ট স্টেটাসের উপর একবার সোয়াইপ করে ৮টি ইমোজির সাহায্যে রিঅ্যাকশন দিতে পারবেন।
আর একটি নতুন ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে ইউজার গুরুত্বপূর্ণ মেসেজ পিন (Pinned Message) করে রাখার সুবিধা পাবেন।
নতুন একটি ফিচার নিয়ে কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। সেখানে হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটের মধ্যে কল শিডিউল করে রাখতে পারবেন ইউজাররা। ছবি সূত্র- পিক্সেলস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -