Whatsapp Features: হোয়াটসঅ্যাপে হাজির চারটি নতুন ফিচার, কী কী সুবিধা পাওয়া যাবে?
Whatsapp: দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ কোন কোন ফিচারের কথা ঘোষণা করেছে।
প্রতীকী ছবি, ছবি সূত্র- নিজস্ব চিত্র
1/10
ইউজারদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপে (Whatsapp) চারটি নতুন ফিচারের ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
2/10
লেটেস্ট ভার্সানের হোয়াটসঅ্যাপ অ্যাপে এই সমস্ত ফিচারের (Whatsapp Features) সুবিধা পাবেন ইউজাররা।
3/10
প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড ভার্সানের জন্য নতুন আপডেট ইনস্টল করে নেওয়া যাবে। WABetaInfo- হোয়াটসঅ্যাপ ট্র্যাকার এইসব নতুন ফিচারের কথা প্রকাশ্যে এনেছে।
4/10
ডকুমেন্ট ক্যাপশন- হোয়াটসঅ্যাপে কোনও ডকুমেন্ট পাঠানোর সময় তার সঙ্গে ক্যাপশন যোগ করার সুযোগ পাবেন আপনি।
5/10
যখন ইউজার ডকুমেন্ট সিলেক্ট করে পাঠাতে যাবেন সেই সময়েই ক্যাপশন লেখার বার দেখা যাবে। ক্যাপশন সমেত ডকুমেন্ট পাঠানো হলে তা হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যে খুঁজে বের করাও সহজ।
6/10
গ্রুপ সাবজেক্ট এবং ডেসক্রিপশন দীর্ঘ- হোয়াটসঅ্যাপে কোনও গ্রুপ তৈরি হলে তা কী নিয়ে তৈরি হয়েছে সেটা ভালভাবে বোঝানোর জন্য গ্রুপ সাবজেক্ট এবং ডেসক্রিপশন দেওয়া হয়।
7/10
আগে ৫১২ ক্যারেক্টারের মধ্যে এই গ্রুপ ডেসিক্রিপশন এবং সাবজেক্ট দিতে হতো। তবে এখন সেই ক্যারেক্টার লিমিট বাড়িয়ে ২০৪৮ করা হয়েছে।
8/10
১০০ ভিডিও বা মেসেজ শেয়ারের সুবিধা- বর্তমানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ১০০টি পর্যন্ত ছবি এবং ভিডিও শেয়ার করার সুযোগ পাবেন ইউজাররা।
9/10
এতদিন পর্যন্ত আগে একসঙ্গে ৩০টি মিডিয়া ফাইল পাঠানোর সুবিধা ছিল। এখন সেটাই বাড়িয়ে ১০০ করা হয়েছে।
10/10
পার্সোনালাইজড অবতার তৈরি করার সুযোগ- হোয়াটসঅ্যাপে ইউজাররা এখন নিজের পছন্দ মতো অবতার তৈরি করার সুযোগ পাবেন। সেই অবতার প্রোফাইল পিকচার হিসেবেও ব্যবহার করা যাবে।
Published at : 15 Feb 2023 11:11 PM (IST)