Whatsapp Features: হোয়াটসঅ্যাপে হাজির চারটি নতুন ফিচার, কী কী সুবিধা পাওয়া যাবে?
ইউজারদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপে (Whatsapp) চারটি নতুন ফিচারের ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলেটেস্ট ভার্সানের হোয়াটসঅ্যাপ অ্যাপে এই সমস্ত ফিচারের (Whatsapp Features) সুবিধা পাবেন ইউজাররা।
প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড ভার্সানের জন্য নতুন আপডেট ইনস্টল করে নেওয়া যাবে। WABetaInfo- হোয়াটসঅ্যাপ ট্র্যাকার এইসব নতুন ফিচারের কথা প্রকাশ্যে এনেছে।
ডকুমেন্ট ক্যাপশন- হোয়াটসঅ্যাপে কোনও ডকুমেন্ট পাঠানোর সময় তার সঙ্গে ক্যাপশন যোগ করার সুযোগ পাবেন আপনি।
যখন ইউজার ডকুমেন্ট সিলেক্ট করে পাঠাতে যাবেন সেই সময়েই ক্যাপশন লেখার বার দেখা যাবে। ক্যাপশন সমেত ডকুমেন্ট পাঠানো হলে তা হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যে খুঁজে বের করাও সহজ।
গ্রুপ সাবজেক্ট এবং ডেসক্রিপশন দীর্ঘ- হোয়াটসঅ্যাপে কোনও গ্রুপ তৈরি হলে তা কী নিয়ে তৈরি হয়েছে সেটা ভালভাবে বোঝানোর জন্য গ্রুপ সাবজেক্ট এবং ডেসক্রিপশন দেওয়া হয়।
আগে ৫১২ ক্যারেক্টারের মধ্যে এই গ্রুপ ডেসিক্রিপশন এবং সাবজেক্ট দিতে হতো। তবে এখন সেই ক্যারেক্টার লিমিট বাড়িয়ে ২০৪৮ করা হয়েছে।
১০০ ভিডিও বা মেসেজ শেয়ারের সুবিধা- বর্তমানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ১০০টি পর্যন্ত ছবি এবং ভিডিও শেয়ার করার সুযোগ পাবেন ইউজাররা।
এতদিন পর্যন্ত আগে একসঙ্গে ৩০টি মিডিয়া ফাইল পাঠানোর সুবিধা ছিল। এখন সেটাই বাড়িয়ে ১০০ করা হয়েছে।
পার্সোনালাইজড অবতার তৈরি করার সুযোগ- হোয়াটসঅ্যাপে ইউজাররা এখন নিজের পছন্দ মতো অবতার তৈরি করার সুযোগ পাবেন। সেই অবতার প্রোফাইল পিকচার হিসেবেও ব্যবহার করা যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -