Whatsapp Features: হোয়াটসঅ্যাপের জনপ্রিয় ইমোজিতে এবার নতুন ফিচার, কী কী সুবিধা পাওয়া যাবে?

Whatsapp: শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ২১টি নতুন ইমোজির রোল আউট শুরু করেছে অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের জন্য।

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস

1/10
ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপে ফের আসছে নতুন ফিচার। এবারের ফিচারে কী কী সুবিধা পাওয়া যাবে একনজরে দেখে নেওয়া যাক।
2/10
বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যম হল হোয়াটসঅ্যাপ। এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের বেশ জনপ্রিয় ফিচার হল বিভিন্ন ধরনের ইমোজি।
3/10
শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ২১টি নতুন ইমোজির রোল আউট শুরু করেছে অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের জন্য।
4/10
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, এই ২১টি নতুন ইমোজি পাঠানোর জন্য ইউজারদের কোনও নতুন ধরনের কিবোর্ড ডাউনলোড করার বা ব্যবহার করার প্রয়োজন নেই।
5/10
লেটেস্ট Unicode 15.0- তেই রয়েছে এই নতুন ২১টি ইমোজি যেগুলো হোয়াটসঅ্যাপের অফিশিয়াল কিবোর্ড থেকেই সরাসরি পাঠানো সম্ভব।
6/10
আগে এই ২১টি ইমোজি হোয়াটসঅ্যাপের অফিশিয়াল কিবোর্ডে দেখা যেত না কারণ সেগুলো নিয়ে কাজকর্ম চলছিল।
7/10
তবে সেক্ষেত্রে অন্য একটি কিবোর্ড ব্যবহার এইসব ইমোজি পাঠানো যেত। তবে নতুন পদ্ধতিতে এই জাতীয় সমস্যা আর থাকবে না।
8/10
হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে বারবার স্প্যাম কল আসে? আর বারংবার এই ঘটনায় তিতিবিরক্ত আপনি? তাহলে এবার আপনার জন্য আসছে সুখবর।
9/10
হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচার চালু হতে চলেছে যার মাধ্যমে অচেনা নম্বর থেকে আসা কল আগেভাগেই মিউট করার সুযোগ পাবেন ইউজাররা।
10/10
জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারের নাম 'সাইলেন্স আননোন কলার'। এই ফিচারের সাহায্যে ইউজাররা সেভ না করা কিংবা অচেনা নম্বরের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কল মিউট করার সুবিধা পাবেন।
Sponsored Links by Taboola