Whatsapp Features: ব্যক্তিগত চ্যাট বা গ্রুপেও রাখা যাবে 'পিন' মেসেজ, হোয়াটসঅ্যাপে দ্রুত চালু হতে চলেছে নতুন ফিচার
Whatsapp: নতুন ফিচার নিয়ে চালু হয়েছে কাজকর্ম, পরীক্ষা-নিরীক্ষা। কবে এই ফিচার সব ইউজারদের জন্য চালু হবে তা নিশ্চিত ভাবে জানা যায়নি।
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
1/10
হোয়াটসঅ্যাপের চ্যাট বা গ্রুপেও 'পিন' করা যাবে মেসেজ, ইউজারদের সুবিধায় আসছে নতুন ফিচার।
2/10
বর্তমানে হোয়াটসঅ্যাপে চ্যাট বা গ্রুপ পিন করার সুবিধা পান ইউজাররা। এই ফিচারেই সামান্য আপডেট যুক্ত হচ্ছে।
3/10
নতুন ফিচার হোয়াটসঅ্যাপে এলে ইউজারদের দারুণ সুবিধা হবে। নিমেষের মধ্যে গুরুত্বপূর্ণ মেসেজ খুজে পাবেন ইউজাররা।
4/10
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সম্প্রতি হোয়াটসঅ্যাপের এই ফিচার লঞ্চের কথা প্রকাশ্যে এনেছে। জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ অ্যাপের একদম লেটেস্ট ভার্সানে এই ফিচার পাওয়া যাবে।
5/10
'পিন' মেসেজ সাধারণত ইউজারদের গুরুত্বপূর্ণ মেসেজ কম সময়ে খুঁজে বের করতে সাহায্য করে। হোয়াটসঅ্যাপে নতুন ফিচার চালু হলে এই সুবিধাই পাবেন ইউজাররা।
6/10
আপাতত এই ফিচার নিয়ে কাজকর্ম ও পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, অ্যাপের পরবর্তী আপডেটে যুক্ত হবে এই নতুন ফিচার।
7/10
হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত চ্যাট এবং গ্রুপের মধ্যেও মেসেজ 'পিন' করে রাখার ফিচার চালু হলে প্রয়োজনীয় তথ্য ইউজাররা 'পিন' করে রাখতে পারবেন।
8/10
ডিসেম্বর মাসে ভারতে ৩৭ লক্ষের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। ৩৬.৭৭ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ অর্থাৎ ব্যান করা হয়েছে। নভেম্বর মাসের তুলনায় সামান্য কমেছে নিষিদ্ধ অ্যাকাউন্টের সংখ্যা।
9/10
যে পরিমাণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিসেম্বর ২০২২- এ ভারতে নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে রয়েছে ১৩.৮৯ লক্ষ অ্যাকাউন্ট যার ব্যাপারে ইউজাররা অভিযোগ জানানোর আগেই সক্রিয়ভাবে যেগুলি নিষিদ্ধ করা হয়েছিল।
10/10
প্রসঙ্গত উল্লেখ্য, নভেম্বর মাসে ৩৭.১৬ লক্ষ অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর মধ্যে ৯.৯ লক্ষ অ্যাকাউন্ট আগেভাগেই নিষিদ্ধ করেছিল হোয়াটসঅ্যাপ সংস্থা। ছবি সূত্র- পিক্সেলস।
Published at : 05 Feb 2023 07:56 AM (IST)