Whatsapp: হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, কী সুবিধা পাবেন ইউজাররা
বর্তমানে হোয়াটসঅ্যাপ সংস্থা একটি এমন ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপ কাজ করছে যার নাম 'Kept। এই মেসেজ ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং মেসেজও রেখে দেওয়া সম্ভব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখনও এই নতুন ফিচারের রোল আউট হয়নি। বিটা টেস্টাররাও এই ফিচার এখনও ব্যবহারের সুযোগ পাননি। তাই অনুমান করা হচ্ছে এই ফিচার সর্বসাধারণের জন্য লঞ্চ হতে কিছুটা দেরি রয়েছে।
হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচারের সাহায্যে একজন ইউজার অন্য ইউজারকে মেসেজ পাঠালে তা ওই চ্যাটবক্সে নির্দিষ্ট সময় থাকার পর আপনা থেকে ডিলিট হয়ে যাবে।
তবে এই kept মেসেজ ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং মেসেজও সেভ থাকবে। হোয়ায়টসঅ্যাপ ট্র্যাকার Wabetainfo সবার প্রথমে এই ফিচার লক্ষ্য করেছে।
Wabetainfo- র মাধ্যমে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন Kept মেসেজ ফিচারের সাহায্যে চ্যাটবক্সে থাকা ডিসঅ্যাপিয়ারিং মেসেজ অটোম্যাটিক ভাবে ডিলিট হয়ে যাবে না। সাময়িক ভাবে সেভ থাকবে।
যদি কোনও ইউজার এই ডিসঅ্যাপিইয়ারিং মেসেজ হোয়াটসঅ্যাপে সেভ করতে না চান তাহলে un-keep করার সুবিধাও থাকবে ইউজারদের জন্য।
এই অপশন ক্লিক করলে হোয়াটসঅ্যাপে থাকা ডিসঅ্যাপিয়ারিং মেসেজগুলো ডিলিট হয়ে যাবে, সেভ হবে না।
এবার থেকে প্রক্সি সার্ভারের মাধ্যমে ইন্টারনেট না থাকলেও চালাতে পারবেন হোয়াটসঅ্যাপ। শুধু মোবাইল ইন্টারনেট নয় আপনার এলাকায় ইন্টারনেট না থাকলেও আপনি হোয়াটসঅ্যাপ পরিষেবা ব্যবহার করতে পারবেন।
এই বৈশিষ্ট্যটির সাহায্যে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা বিশ্বজুড়ে স্বেচ্ছাসেবক ও সংস্থাগুলির প্রক্সি সার্ভার সেটআপের মাধ্যমে একে অপরের সঙ্গে সংযুক্ত থাকবে।
অর্থাৎ, আপনি যখন প্রক্সি সার্ভারের সাথে যুক্ত হবেন, তখনই আপনি ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। ছবি সূত্র- পিক্সেলস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -