Whatsapp: একসঙ্গে শেয়ার করা যাবে ১০০ ছবি! হোয়াটসঅ্যাপে আসছে নয়া ফিচার
প্রতি বছরের মতোই চলতি বছরও হোয়াটসঅ্যাপ (Whatsapp) সংস্থা ইউজারদের জন্য দুর্দান্ত কিছু ফিচার (Whatsapp Feature) লঞ্চ করবে একথা আগেই আন্দাজ করা হয়েছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবি শেয়ার করার জন্য হোয়াটসঅ্যাপ বর্তমানে বেশ জনপ্রিয় মাধ্যম। এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের মাধ্যমে বিশ্বের এক প্রান্ত থেকে অন্যত্র ছবি পাঠানো যায় এক নিমেষে।
প্রথমদিকে হোয়াটসঅ্যাপে একসঙ্গে ১০টি ছবি পাঠানো যেত। তারপর এই ছবি পাঠানোর পরিমাণ বেড়ে ৩০ হয়েছে। অর্থাৎ এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ৩০টি ছবি একসঙ্গে পাঠানো যায়।
শোনা যাচ্ছে, এই ছবি শেয়ার করার সংখ্যা বাড়াতে চলছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। সূত্রের খবর, হোয়াটসঅ্যাপ সংস্থা সম্প্রতি এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যার সাহায্যে হয়তো আগামী দিনে ইউজাররা একসঙ্গে ১০০টি ছবি পাঠানোর সুযোগ পাবেন।
সম্প্রতি জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপে ইউজারদের সুবিধার জন্য এই দারুণ ফিচার লঞ্চ হতে চলেছে। শোনা যাচ্ছে, কিছু সংখ্যক বিটা টেস্টারদের জন্য এই ফিচারের রোল আউট শুরু হয়ে গিয়েছে।
এর পাশাপাশি আরও একটি ফিচার নিয়ে কাজকর্ম শুরু করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। নতুন এই ফিচার চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপে পাঠানোর পরেও ছবির কোয়ালিটি নষ্ট হবে না।
অর্থাৎ হাই কোয়ালিটির ছবি শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই মাধ্যমেই চালু হবে হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচার।
হোয়াটসঅ্যাপের এই দুই নতুন ফিচার কবে চালু হতে চলেছে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে অনুমান খুব তাড়াতাড়িই এই দুই ফিচার হোয়াটসঅ্যাপে চালু হতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -