New Whatsapp Feature: হোয়াটসঅ্যাপে ফোন ধরতে না পারলে মেসেজ করে জানানো যাবে কারণ!
মেটা (Meta) অধিকৃত হোয়াটসঅ্যাপ (Whatsapp) ইউজারদের সুবিধায় একটি নতুন ফিচার (New Whatsapp Feature) চালু করতে চলেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই নতুন ফিচারের সাহায্যে কল নোটিফিকেশনের (Whatsapp Call) জবাব মেসেজের সাহায্যে দিতে পারবেন ইউজাররা। অর্থাৎ হোয়াটসঅ্যাপে কোনও কল বা ফোন এলে ইউজাররা সেটা কেটে দিতে পারবেন সহজেই এবং তার সঙ্গে পাঠাতে পারবেন মেসেজ।
এই মেসেজ সঙ্গে সঙ্গে কলারের অর্থাৎ যিনি ফোন করেছেন তাঁর কাছে পৌঁছে যাবে। আপাতত কিছু সংখ্যক বিটা টেস্টারদের জন্য হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার উপলব্ধ হয়েছে।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে নতুন ফিচার নিয়ে কাজকর্ম করছে অ্যাপ কর্তৃপক্ষ। অ্যান্ড্রয়েড ২.২৩.৯.১৬ আপডেটে লেটেস্ট হোয়াটসঅ্যাপ ভার্সান ইনস্টল করলে এই সুবিধা পাওয়া যাবে।
কিছু বিটা টেস্টার ইতিমধ্যেই পরিষেবা পাওয়া শুরু করেছেন। যদিও সবাই এখনও এই ফিচারের সুবিধা পাননি।
জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার সকলের জন্য চালু হবে দ্রুত। মূলত কল নোটিফিকেশনের ক্ষেত্রে নতুন একটি রিপ্লাই বাটনের সংযোজন হতে চলেছে।
সাধারণত ফোনের ক্ষেত্রে যদি কোনও কল আসে এবং সেই সময়ে আপনি ফোন ধরতে না পারেন তাহলে তা কেটে দেওয়ার পাশাপাশি মেসেজ পাঠিয়ে নিজের পরিস্থিতি জানানোর সুবিধা রয়েছে।
যেমন- আপনি মিটিংয়ে আছেন, ব্যস্ত রয়েছেন, পরে ফোন করবেন- এই জাতীয় বেশ কিছু অপশন রয়েছে। এবার হোয়াটসঅ্যাপ কলের ক্ষেত্রেও অনেকটা সেই ধরনের সুবিধা আসতে চলেছে।
এই নতুন ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপে কোনও ফোন এলে ইউজাররা রিপ্লাই অপশন দেখতে পাবেন। এর সঙ্গে ফোন ধরার জন্য answer এবং কেটে দেওয়ার জন্য decline অপশন বা বাটন থাকবে।
যদি ইউজার রিপ্লাই বাটন বেছে নেন, তাহলে ইনকামিং কল রিজেক্ট হয়ে যাবে এবং একটি মেসেজ বক্স খুলে যাবে আপনাআপনি। এর মাধ্যমে দ্রুত কলারকে (ফোন করেছেন যিনি) মেসেজ পাঠাতে পারবেন ইউজার। কেন ওই ব্যক্তি ফোন ধরতে পারবেন না সেটা বুঝিয়ে বলার সুযোগ থাকবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -