Whatsapp Features: হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে ফোন? এবার ইউজাররা পাবেন 'মিউট' করার সুবিধা

Whatsapp Features: ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে নতুন একটি ফিচার।

প্রতীকী ছবি

1/10
হোয়াটসঅ্যাপের 'স্প্যাম' কলে আপনি কি বিরক্ত? আপনার জন্য আসছে 'মিউট' করার ফিচার।
2/10
হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার চালু হয়ে গেলে ইউজাররা অ্যাপ সেটিংসে গিয়ে 'সাইলেন্স আননোন কলার' ফিচার অন করতে পারবেন।
3/10
হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে বারবার স্প্যাম কল আসে? আর বারংবার এই ঘটনায় তিতিবিরক্ত আপনি? তাহলে এবার আপনার জন্য আসছে সুখবর।
4/10
হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচার চালু হতে চলেছে যার মাধ্যমে অচেনা নম্বর থেকে আসা কল আগেভাগেই মিউট করার সুযোগ পাবেন ইউজাররা। জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারের নাম 'সাইলেন্স আননোন কলার'।
5/10
এই ফিচারের সাহায্যে ইউজাররা সেভ না করা কিংবা অচেনা নম্বরের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কল মিউট করার সুবিধা পাবেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার Wabetainfo সূত্রে খবর, আপাতত এই ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
6/10
এখন অ্যান্ড্রয়েড ভার্সানের ক্ষেত্রে এই ফিচার নিয়েই কাজ করছে হোয়াটসঅ্যাপ সংস্থা। সূত্রের খবর, খুব তাড়াতাড়িই এই ফিচার চালু হতে চলেছে বিটা টেস্টিংয়ের জন্য।
7/10
হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার চালু হয়ে গেলে ইউজাররা অ্যাপ সেটিংসে গিয়ে 'সাইলেন্স আননোন কলার' ফিচার অন করতে পারবেন। এই অপশন অন থাকলেই অচেনা বা সেভ না থাকা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ফোন এলে তা সাইলেন্ট বা মিউট হয়ে যাবে। তবে নোটিফিকেশন বারে এই কল সম্পর্কিত নোটিফিকেশন পাবেন ইউজাররা।
8/10
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo- র নতুন একটি রিপোর্টে জানা গিয়েছে, ট্যাবলেটের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের নতুন লেআউটের কথা ভাবা হচ্ছে।
9/10
সাধারণত ট্যাবের স্ক্রিনজুড়ে থাকে চ্যাটবক্স। সেটারই পরিবর্তন হতে চলেছে। অনেকটা ডেস্কটপ বা ল্যাপটপ অর্থাৎ ওয়েব ভার্সানের লেআউট যুক্ত হতে চলেছে।
10/10
সেক্ষেত্রে স্ক্রিনের একপাশে থাকবে সমস্ত চ্যাট কনট্যাক্ট। আর অন্যদিকে সেই চ্যাটবক্স খোলা থাকবে যেখানে ইউজার চ্যাট করবেন। ইউজারদের মধ্যে যাঁরা বড় স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান তাঁদের এই নতুন ফিচার চালু হলে সুবিধা হবে।
Sponsored Links by Taboola