Whatsapp Features: হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, 'এডিট' করা যাবে পাঠানো মেসেজ, চলছে কাজকর্ম

Whatsapp Features: জানা গিয়েছে, আপাতত এই নতুন ফিচার নিয়ে কাজকর্ম চালাচ্ছে হোয়াটসঅ্যাপ সংস্থা। আগামী দিনে হোয়াটসঅ্যাপ অ্যাপের নতুন আপডেটে এই ফিচার যুক্ত হবে।

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস

1/10
মেসেজ পাঠানোর পরেও করা যাবে 'এডিট', হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার
2/10
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার Wabetainfo সূত্রে জানা গিয়েছে, একটি মেসেজ পাঠানোর পর ১৫ মিনিট পর্যন্ত তা এডিট করার সময় পাবেন ইউজাররা।
3/10
জানা গিয়েছে, আপাতত এই নতুন ফিচার নিয়ে কাজকর্ম চালাচ্ছে হোয়াটসঅ্যাপ সংস্থা। আগামী দিনে হোয়াটসঅ্যাপ অ্যাপের নতুন আপডেটে এই ফিচার যুক্ত হবে।
4/10
হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ আরও একটি নতুন ফিচার নিয়ে কাজ চালাচ্ছে। জানা গিয়েছে, এই ফিচারের সাহায্যে ইউজাররা হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের (Group Chat) ক্ষেত্রে কল শিডিউলের (Cal Schedule) সুবিধা পাবেন
5/10
এই ফিচার চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপ দেখতে অনেকটাই গুগল মিট এবং মাইক্রোসফট টিমের মতো দেখতে লাগবে, যেখানে আপনি মিটিং আগে থেকে শিডিউল করে রাখতে পারবেন।
6/10
এছাড়াও এতদিন হোয়াটসঅ্যাপ স্টেটাসে ছবি বা ভিডিও আপলোড করার সুযোগ পেতেন ইউজাররা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও কিছু আপডেট।
7/10
আমরা অনেকসময়েই তাড়াহুড়োয় কাউকে মেসেজ পাঠাতে গিয়ে ভুল টাইপ করে ফেলি। এক্ষেত্রে সেটা এডিটের সুযোগ পাওয়া যাবে।
8/10
তবে শুধু টাইপের ভুল নয়, পাশাপাশি নতুন কিছু আগের মেসেজে যুক্ত করতে চাইলে সেটাও লেখা যাবে। অর্থাৎ কোনও মেসেজ পাঠানোর পর সেটা পুরোপুরি এডিটের সুবিধা পাবেন ইউজাররা।
9/10
তবে এই নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে পাঠানো কোনও মিডিয়া (ছবি, ভিডিও) ক্যাপশন এডিট করা যাবে না। আপাতত আইওএস ভার্সানের জন্য চলছে কাজকর্ম।
10/10
দ্রুত চালু হবে বিটা টেস্টিং। অনুমান অ্যান্ড্রয়েড এবং ওয়েব ভার্সানেও হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার চালু হবে।
Sponsored Links by Taboola