Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Whatsapp Features: হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, 'এডিট' করা যাবে পাঠানো মেসেজ, চলছে কাজকর্ম
মেসেজ পাঠানোর পরেও করা যাবে 'এডিট', হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহোয়াটসঅ্যাপ ট্র্যাকার Wabetainfo সূত্রে জানা গিয়েছে, একটি মেসেজ পাঠানোর পর ১৫ মিনিট পর্যন্ত তা এডিট করার সময় পাবেন ইউজাররা।
জানা গিয়েছে, আপাতত এই নতুন ফিচার নিয়ে কাজকর্ম চালাচ্ছে হোয়াটসঅ্যাপ সংস্থা। আগামী দিনে হোয়াটসঅ্যাপ অ্যাপের নতুন আপডেটে এই ফিচার যুক্ত হবে।
হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ আরও একটি নতুন ফিচার নিয়ে কাজ চালাচ্ছে। জানা গিয়েছে, এই ফিচারের সাহায্যে ইউজাররা হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের (Group Chat) ক্ষেত্রে কল শিডিউলের (Cal Schedule) সুবিধা পাবেন
এই ফিচার চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপ দেখতে অনেকটাই গুগল মিট এবং মাইক্রোসফট টিমের মতো দেখতে লাগবে, যেখানে আপনি মিটিং আগে থেকে শিডিউল করে রাখতে পারবেন।
এছাড়াও এতদিন হোয়াটসঅ্যাপ স্টেটাসে ছবি বা ভিডিও আপলোড করার সুযোগ পেতেন ইউজাররা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও কিছু আপডেট।
আমরা অনেকসময়েই তাড়াহুড়োয় কাউকে মেসেজ পাঠাতে গিয়ে ভুল টাইপ করে ফেলি। এক্ষেত্রে সেটা এডিটের সুযোগ পাওয়া যাবে।
তবে শুধু টাইপের ভুল নয়, পাশাপাশি নতুন কিছু আগের মেসেজে যুক্ত করতে চাইলে সেটাও লেখা যাবে। অর্থাৎ কোনও মেসেজ পাঠানোর পর সেটা পুরোপুরি এডিটের সুবিধা পাবেন ইউজাররা।
তবে এই নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে পাঠানো কোনও মিডিয়া (ছবি, ভিডিও) ক্যাপশন এডিট করা যাবে না। আপাতত আইওএস ভার্সানের জন্য চলছে কাজকর্ম।
দ্রুত চালু হবে বিটা টেস্টিং। অনুমান অ্যান্ড্রয়েড এবং ওয়েব ভার্সানেও হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার চালু হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -