WhatsApp: তারিখ দিয়েই হোয়াটসঅ্যাপ চ্যাটে খুঁজে পাওয়া যাবে মেসেজ!
হোয়াটসঅ্যাপের চ্যাট থেকে ইউজাররা যাতে সহজে মেসেজ খুঁজে পান এবার তার জন্য নতুন ফিচার লঞ্চ করতে চলেছে মেটা অধিকৃত এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ সংস্থা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশোনা যাচ্ছে, এবার তারিখ টাইপ করেই হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মেসেজ খুঁজে পাবেন ইউজাররা। এখনও এই ফিচার চালু হয়নি। কাজ চলছে এই ফিচার নিয়ে।
সম্ভবত সার্চ বারে কোনও ক্যালেন্ডার আইকন যুক্ত হতে চলেছে। সেখান থেকেই তারিখ টাইপ করে মেসেজ খুঁজে পাবেন ইউজাররা।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন ফিচার সংক্রান্ত খবর প্রকাশ্যে আনে WABetaInfo। তারাই এই নতুন ফিচারের কথা প্রকাশ্যে এনেছে।
শোনা যাচ্ছে, প্রাথমিক ভাবে আইওএস ভার্সান অর্থাৎ আইফোনের জন্য এই ফিচার চালু হবে। অ্যান্ড্রয়েড ভার্সানে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার কবে চালু হবে তা নিশ্চিত ভাবে এখন জানা যায়নি।
বর্তমানে যা ফিচার রয়েছে সেই অনুযায়ী যে মেসেজ আপনি খুঁজে বের করতে চাইছেন, তার একটি শব্দ টাইপ করে কিংবা কোনও ডিজিট টাইপ করে অথবা ফাইলের টাইপ বা ধরন লিখে মেসেজ খুঁজে পাওয়া সম্ভব হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে।
হোয়াটসঅ্যাপে এই নতুন ফিচার চালু হলে খুব সহজেই চ্যাট থেকে মেসেজ খুঁজে পাবেন ইউজাররা। ফলে অনেকদিন আগে পাঠানো মেসেজও চটজলদি খুঁজে পাওয়া সম্ভব হবে যদি নির্দিষ্ট তারিখ মনে থাকে তাহলে।
বছর দুয়েক আগে এই ফিচার নিয়ে কাজ শুরু করেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তবে মাঝপথে সেই কাজ বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত নতুন করে এই ফিচার নিয়ে কাজ শুরু হওয়ার ফলে উচ্ছ্বসিত ইউজাররা।
শোনা যাচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আইওএস ভার্সানে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার 'Search Message by Date' - এর রোল আউট শুরু হবে। পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে যে এই ফিচার বাস্তবে কতটা কার্যকর হবে।
হোয়াটসঅ্যাপে পুরনো মেসেজ খুঁজে বের করা সত্যিই ঝামেলার বিষয়। তবে এই নতুন ফিচার চালু হয়ে গেলে সব সমস্যা সমাধান হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -