First Sunrise: ভোর ভোর ঘুম ভাঙে কোমল আলোর স্পর্শে, প্রথম সূর্যোদয় দেখার সৌভাগ্য কোন দেশের জানেন!
পূর্বে উদয়, পশ্চিমে অস্ত যেতে দেখে সূর্যই পৃথিবীর চারিদিকে ঘুরছ বলে ধারণা জন্মেছিল। আজও সেই ধারণা নিয়ে বেঁচে রয়েছেন কিছু মানুষ। একই সঙ্গে পৃথিবীর বুকে কোথায় প্রথম সূর্যের আলো এসে পড়ে, তা নিয়েও শেষ নেই কৌতূহলের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোথায় প্রথম সূর্যোদয় ঘটে, বিশ্বের কোন প্রান্তের মানুষ সূর্যের প্রথম আলো গায়ে মাখার সুযোগ পান, জানতে আগ্রহী অনেকেই। কিন্তু উত্তর মোটেই সোজা নয়।
কারণ জ্যোতির্পদার্থবিদদের একাংশের দাবি, প্রথম সূর্যোদয় বলে কিছু আসলে হয়ই না। ধারাবাহিক ভাবে, পশ্চিম অভিমুখে অবিরত সূর্যোদয় ঘটে চলেছে। প্রথম এবং শেষ বলে কিছু নেই।
তবে ঘড়ির কাঁটা অনুযায়ী চলতে, বিভিন্ন অঞ্চলকে বিভিন্ন টাইম জোনে ফেলে নিয়েছি আমরা। পৃথিবীর আহ্নিক গতির নিরিখে ২৪ ঘণ্টার সময়সীমাকে একদিন বলে গন্য করা হয়। সেই নিরিখে দিনের শুরুতে সূর্যের আলো এসে গায়ে পড়লে, প্রথম সূর্যোদয় বলা হয়।
জ্যোতির্পদার্থবিদদের দাবি, প্রশান্ত মহাসাগরের মাঝ বরাবর ইন্টারন্যাশনাল ডেট লাইন, 180তম দ্রাঘিমারেখার উপর তথাকথিত প্রথম সূর্যোদয়ের আলো এসে পড়ে। এই দ্রাঘিমা রেখা মূলত সোজা। কিছু কিছু জায়গায় একটু বাঁকানো, যাতে একটি দেশ দুই টাইম জোনে বিভক্ত না হয়ে যায়।
ক্যালটেক ইউনিভার্সিটির জ্যোতির্পদার্থবিদ ক্যামেরন হামেলস জানিয়েছেন, প্রশান্ত মহাসাগরের বুকে বিষুবীয় অঞ্চলের অন্তর্গত দ্বীপরাষ্ট্র কিরিবাতিতেই সম্ভবত প্রথম সূর্যোদয় ঘটে এবং তার আলো পড়ে। কিরিবাটির পূর্বের মিলেনিয়াম দ্বীপ বা ক্যারোলাইন দ্বীপই দিনের শুরুতে পৃথিবীর বুকে প্রথম সূর্যকে স্বাগত জানায় বলে মত তাঁর।
তবে বছরভরই এই নিয়ম ধরাবাঁধা থাকে, তা নয়। ২৩.৫ ডিগ্রি কোণে সামান্য হেলে রয়েছে পৃথিবী। তাই বছরের বিভিন্ন সময়ে, বিভিন্ন অঞ্চলে প্রথম সূর্যোদয় ঘটে। ২১ বা ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধ সূর্যের নিকটতম অবস্থানে থাকে। এই দিন সেখানে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বেশি, উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে কম। এই সময়ে দক্ষিণ মেরু এবং আন্টার্কটিকার বিস্তৃত অঞ্চল ২৪ ঘণ্টাই সূর্যের আলোয় আলোকিত থাকে।
ওই সময়ে ৬৬.৬ ডিগ্রির উপর থেকে দেখলে, দিগন্তে সূর্যকে ডুবে যেতে দেখা যায়। মধ্যরাতের পর ফের দেখা মেলেতার। সেই নিরিখে নিউজিল্যান্ডের ইয়ং আইল্যান্ডে কিছুদিন প্রথম সূর্যোদয়ের আলো পড়ে।
আবার ২০ থেকে ২২ জুন উত্তরায়নের সময় সূর্য কর্কটক্রান্তি বলয়ের উপর থাকে। তাই ২১ জুন উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন। ফলে এই সময়ে প্রথম সূর্যোদয়ের সাক্ষী থাকে উত্তরের অঞ্চল।
উত্তর গোলার্ধে রাশিয়া এবং আলাস্কার মধ্য দিয়ে গিয়েছে ইন্টারন্যাশনাল ডেট লাইন। সেখানে কিছু দ্বীপকে দ্বিখণ্ডিত করে ইন্টারন্যাশনাল ডেট লাইন, যার মধ্যে পড়ে ডায়োমেড দ্বীপও। এর মধ্যে যেটি আয়তনে বড়ে, সেই ডায়োমেড দ্বীপ রাশিয়ার মধ্যে পড়ে, ছোটটি আমেরিকার। তাই ২১ জুন পর্যন্ত রাশিয়ার ওই দ্বীপে বেশ কিছু দিন প্রথম সূর্যোদয় ঘটে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -