Netflix Password Sharing: ভারতে এখনও নেটফ্লিক্সের পাসওয়ার্ড কারা শেয়ার করতে পারবেন জানেন?

Netflix: নতুন ফিচারের ফলে নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার কমে যাওয়ার আশঙ্কাও করছেন অনেকে।

প্রতীকী ছবি

1/10
ভারতে নেটফ্লিক্স পাসওয়ার্ড শেয়ারিং পরিষেবা বন্ধ করেছে। তবে এখনও কারা নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করতে পারবেন জানেন? নেটফ্লিক্সের নতুন ফিচার সম্পর্কে জেনে নিন খুঁটিনাটি তথ্য।
2/10
একটি বাড়িতে যাঁরা একসঙ্গে থাকেন, তাঁদের ক্ষেত্রে নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করার সুবিধা থাকছে। একজন প্রাইমারি ইউজার থাকবে। তিনি সাবস্ক্রিপশন নেবেন। আর তাঁর লগ-ইন আইডি ব্যবহার করে বাকিরা নেটফ্লিক্স দেখতে পারবেন।
3/10
বাড়ির বাইরে থাকলে, এমনকি বেড়াতে গেলেও অব্যাহত থাকবে পরিষেবা। একই বাড়ির সদস্যদের মধ্যে নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করার জন্য Transfer Profile এবং Manage Access and Devices- এই জাতীয় ফিচারও রয়েছে।
4/10
এতদিন অনেকেই বন্ধুদের নেটফ্লিক্সের পাসওয়ার্ড ব্যবহার করতেন। এই রাস্তা এবার বন্ধ হয়েছে। কারণ নেটফ্লিক্সের মাধ্যমে ট্র্যাক করা হবে যাঁরা পাসওয়ার্ড শেয়ারিং করছেন, তাঁরা একই বাড়ির সদস্য কিনা।
5/10
আইপি অ্যাড্রেস, ডিভাইস আইডি এবং যে ডিভাইস থেকে লগ-ইন হয়েছে তার মাধ্যমে অ্যাকাউন্টের গতিবিধি পর্যবেক্ষণ ও আরও অনেক প্রযুক্তিগত কৌশলের সাহায্যে এই ট্র্যাকিং প্রক্রিয়া চালু রাখা হবে।
6/10
অতএব ফাঁকি দেওয়ার উপায় নেই। প্রাইমারি হাউসহোল্ডের বাইরে থেকে পাসওয়ার্ড শেয়ার করে নেটফ্লিক্সে ঢুকতে চাইলে ইউজারকে অ্যাকসেস কোড দিতে হবে তাও আবার সাতদিন পর্যন্ত টানা।
7/10
অন্যদিকে প্রাইমারি লোকেশনের ওয়াই-ফাই নেটওয়ার্কে ডিভাইস কানেক্ট করতে হবে প্রতি ৩১ দিনে অন্তত একবার। নতুন ফিচারের ফলে নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার কমে যাওয়ার আশঙ্কাও করছেন অনেকে।
8/10
নেটফ্লিক্সে পাসওয়ার্ড শেয়ার করা যায় টাকার মাধ্যমে। বিশ্বের অনেক দেশে এই ফিচার ইতিমধ্যেই চালু হয়েছে। তবে ভারতে এই পরিষেবা চালু হবে কিনা সেই প্রসঙ্গে স্পষ্ট ভাবে জানা যায়নি।
9/10
এক মাসে সিঙ্গল স্ক্রিন এবং এসডি কনটেন্ট (মোবাইল) দেখার খরচ ১৪৯ টাকা। এক মাসে সিঙ্গল স্ক্রিন এবং এসডি কনটেন্ট (বেসিক) প্ল্যানের খরচ ১৯৯ টাকা।
10/10
এক মাসে দুটো স্ক্রিন এবং ফুল এইচডি কনটেন্ট (স্ট্যান্ডার্ড) খরচ ৪৯৯ টাকা। প্রিমিয়াম প্ল্যান আলট্রা এইচডি কনটেন্ট চারটি স্ক্রিন দেখার এক মাসের খরচ ৬৪৯ টাকা।
Sponsored Links by Taboola