Phone Battery: ফোনের ব্যাটারি কেন ফুলে যায় ? এই ৩ বিষয় খেয়াল রাখলে থাকবেন নিরাপদে

Phone Battery Life: ফোনের ব্যাটারি ফুলে গেলে তা সঙ্গে সঙ্গে বদলে নেওয়া জরুরি। আজকাল ফোনে থাকে লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারি। এই ব্যাটারিতে গ্যাস জমে যায় বলেই তা ফুলে যায়।

Continues below advertisement

ফোনের ব্যাটারি ফুলে গেলে আগাম সতর্কতা জরুরি !

Continues below advertisement
1/8
অনেক সময়েই দেখা যায় যে স্মার্টফোনের ব্যাটারির পিছন দিকটা ফুলে যায়, ফলে হাত দিয়ে অনুভব করলে সেখানে উঠে থাকতে বোঝা যায়।
2/8
এই ফোনের ব্যাটারি ফুলে গেলে ফোনের সমূহ ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে যায়। এতে ফোনের চেহারাই খারাপ হয় তা নয়, আপনারও অনেক বিপদের ঝুঁকি থেকে যায়।
3/8
ফোনের ব্যাটারি ফুলে গেলে তা সঙ্গে সঙ্গে বদলে নেওয়া জরুরি। আজকাল ফোনে থাকে লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারি।
4/8
ব্যাটারির ভিতরে পাতলা ধাতু, প্লাস্টিকের বেশ কয়েকটি স্তর থাকে রাসায়নিক আবরণ দিয়ে ভরা। অ্যালুমিনিয়াম ব্যাগে ইলেক্ট্রোলাইট জেলের সঙ্গে এই জিনিস রাখা হয়।
5/8
ভ্যাকুয়াম ভরে এই ব্যাগ সিল করা থাকে তাপ দিয়ে, যাতে বাইরে থেকে ভিতরে কোনও বাতাস না ঢুকতে পারে। এই জেল গ্যাসে পরিণত হয়ে গেলেই ব্যাটারি ফুলে ওঠে।
Continues below advertisement
6/8
অতিরিক্ত চার্জিংয়ের ক্ষেত্রে ব্যাটারি ফুলে গেলে নজর দেওয়া জরুরি। অতিরিক্ত চার্জ দিলে এই ব্যাটারিতে বিস্ফোরণ ঘটতে পারে।
7/8
বাড়িতে নিজে নিজে অনেকেই ফুলে যাওয়া ব্যাটারি মেরামতের চেষ্টা করতে থাকেন যা অত্যন্ত বিপজ্জনক। এতে বিস্ফোরণের সম্ভাবনা থাকে।
8/8
ফোনের ব্যাটারি থেকে গ্যাস বের করার জন্য তাতে ফুটো করলে এতে ভয়ানক বিস্ফোরণের সম্ভাবনা থেকে যায়।
Sponsored Links by Taboola