World Most Expensive Phone: এই ফোনের দাম বিমানের থেকেও বেশি, নাম কি জানেন ?
এই ফোনের দাম শুনলে চমকে উঠবেন আপনিও। ভারতের ধনকুবেরের স্ত্রী নীতা অম্বানির হাতে শোভা পায় এই ফোন। জানেন, বিমানের থেকেও দামি এই ফোনের মডেল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবর্তমানে বাজারে বাজেট ফোন থেকে শুরু করে প্রিমিয়াম মডেল পাওয়া যাচ্ছে। যাদের বাজেট ভাল, তারা বেশি দামি স্মার্টফোন কেনেন, কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি ফোন আছে যার দাম বিমানের চেয়েও বেশি।
এটি বিশ্বের সবচেয়ে দামি ফোন। এটির দাম জাগুয়ার ও বিএমডব্লিউ থেকেও বেশি। আজকের খবরে, আমরা আপনাকে বিশ্বের সবচেয়ে দামি ফোন সম্পর্কে বলতে যাচ্ছি। এর পাশাপাশি, আমরা অন্যান্য দামি ফোনের তালিকাও দেখে নেব।
১ ফ্যালকন সুপারনোভা আইফোন 6 পিঙ্ক ডায়মন্ড (Falcon Supernova iPhone 6 Pink Diamond) ২ স্টুয়ার্ট হিউজ আইফোন 4এস এলিট গোল্ড (স্টুয়ার্ট হিউজ আইফোন 4এস এলিট গোল্ড)
৩ স্টুয়ার্ট হিউজ আইফোন 4 ডায়মন্ড রোজ সংস্করণ (স্টুয়ার্ট হিউজ আইফোন 4 ডায়মন্ড রোজ সংস্করণ) ৪ গোল্ডস্ট্রাইকার আইফোন 3জিএস সুপ্রিম (গোল্ডস্ট্রাইকার আইফোন 3GS সুপ্রিম)
৫ iPhone 3G কিংস বোতাম (iPhone 3G কিংস বোতাম) ৬ ডায়মন্ড ক্রিপ্টো স্মার্টফোন (ডায়মন্ড ক্রিপ্টো স্মার্টফোন)
৭ গোল্ডভিশ লে মিলিয়ন (গোল্ডভিশ লে মিলিয়ন) ৮ গ্রেসো লুক্সর লাস ভেগাস জ্যাকপট ৯ গোল্ডভিশ বিপ্লব (গোল্ডভিশ বিপ্লব)
এটি বিশ্বের সবচেয়ে দামি ফোন। এই ফোনের দাম 48.5 মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় 395 কোটি টাকা। ফ্যালকন সুপারনোভা এই ফোনটি তৈরি করতে আইফোন 6 কাস্টমাইজ করেছে।
ফ্যালকন সুপারনোভা 24 ক্যারেট সোনা দিয়ে আইফোন 6 সজ্জিত করেছে। এর সাথে এর পেছনের প্যানেলে একটি বড় গোলাপি রঙের হীরা লাগানো হয়েছে। এখানেও বিষয়টি শেষ হয় না। সংস্থাটি এই মোবাইলে প্ল্যাটনিয়াম দিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -