ভারতে লঞ্চ হল শাওমি নোটবুক প্রো ১২০জি এবং শাওমি নোটবুক প্রো ১২০, দাম কত?
শাওমি নোটবুক প্রো ১২০জি এবং শাওমি নোটবুক প্রো ১২০- এই দুই ল্যাপটপ লঞ্চ হয়েছে ভারতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশাওমির নোটবুক প্রো ১২০ সিরিজের এই দুই ল্যাপটপেই রয়েছে উইন্ডোজ ১১ এবং 2th-generation Intel Core i5 H-series প্রসেসরের সাপোর্ট।
শাওমি নোটবুক প্রো ১২০ জি মডেলে রয়েছে Nvidia GeForce MX550 GPU সাপোর্ট। অন্যদিকে শাওমি নোটবুক প্রো ১২০- তে রয়েছে Intel UHD Graphics।
এই সিরিজের ল্যাপটপে রয়েছে ১৪ ইঞ্চির ডিসপ্লে যেখানে ২.৫কে রেজোলিউশনের সাপোর্ট রয়েছে এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
এছাড়াও শাওমি নোটবুক প্রো ১২০ সিরিজের ল্যাপটপে রয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় বডি এবং একটি 56Whr ব্যাটারি।
শাওমি নোটবুক প্রো ১২০জি- র দাম শুরু হচ্ছে ৭৪,৯৯৯ টাকা থেকে। অন্যদিকে, শাওমি নোটবুক প্রো ১২০ ল্যাপটপের দাম ৬৯,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে।
২০ সেপ্টেম্বর থেকে ভারতে এই দুই ল্যাপটপের বিক্রি শুরু হবে। জানা গিয়েছে, Mi.com, Mi Homes এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই দুই ল্যাপটপ কেনা যাবে।
কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.২, একটি Thunderbolt 4 পোর্ট, HDMI 2.0 পোর্ট, USB 3.2 Gen 2 Type-C পোর্ট, USB 3.1 Gen 1 Type-A পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের কম্বো জ্যাক।
দুটো ২ ওয়াটের স্টিরিও স্পিকার রয়েছে শাওমি নোটবুক প্রো ১২০ সিরিজের এই ল্যাপটপ দুটোতে। তার সঙ্গে যুক্ত রয়েছে DTS অডিও সাপোর্ট।
এছাড়াও এই দুই ল্যাপটপে এইচডি ওয়েবক্যাম, মাইক্রোফোন, ব্যাকলিট কিবোর্ড এবং পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -