ভারতে লঞ্চ হল শাওমি নোটবুক প্রো ১২০জি এবং শাওমি নোটবুক প্রো ১২০, দাম কত?

Xiaomi NoteBook Pro 120 Series: শাওমি নোটবুক প্রো ১২০ সিরিজে দুটো ল্যাপটপ লঞ্চ হয়েছে ভারতে।

প্রতীকী ছবি

1/10
শাওমি নোটবুক প্রো ১২০জি এবং শাওমি নোটবুক প্রো ১২০- এই দুই ল্যাপটপ লঞ্চ হয়েছে ভারতে।
2/10
শাওমির নোটবুক প্রো ১২০ সিরিজের এই দুই ল্যাপটপেই রয়েছে উইন্ডোজ ১১ এবং 2th-generation Intel Core i5 H-series প্রসেসরের সাপোর্ট।
3/10
শাওমি নোটবুক প্রো ১২০ জি মডেলে রয়েছে Nvidia GeForce MX550 GPU সাপোর্ট। অন্যদিকে শাওমি নোটবুক প্রো ১২০- তে রয়েছে Intel UHD Graphics।
4/10
এই সিরিজের ল্যাপটপে রয়েছে ১৪ ইঞ্চির ডিসপ্লে যেখানে ২.৫কে রেজোলিউশনের সাপোর্ট রয়েছে এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
5/10
এছাড়াও শাওমি নোটবুক প্রো ১২০ সিরিজের ল্যাপটপে রয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় বডি এবং একটি 56Whr ব্যাটারি।
6/10
শাওমি নোটবুক প্রো ১২০জি- র দাম শুরু হচ্ছে ৭৪,৯৯৯ টাকা থেকে। অন্যদিকে, শাওমি নোটবুক প্রো ১২০ ল্যাপটপের দাম ৬৯,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে।
7/10
২০ সেপ্টেম্বর থেকে ভারতে এই দুই ল্যাপটপের বিক্রি শুরু হবে। জানা গিয়েছে, Mi.com, Mi Homes এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই দুই ল্যাপটপ কেনা যাবে।
8/10
কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.২, একটি Thunderbolt 4 পোর্ট, HDMI 2.0 পোর্ট, USB 3.2 Gen 2 Type-C পোর্ট, USB 3.1 Gen 1 Type-A পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের কম্বো জ্যাক।
9/10
দুটো ২ ওয়াটের স্টিরিও স্পিকার রয়েছে শাওমি নোটবুক প্রো ১২০ সিরিজের এই ল্যাপটপ দুটোতে। তার সঙ্গে যুক্ত রয়েছে DTS অডিও সাপোর্ট।
10/10
এছাড়াও এই দুই ল্যাপটপে এইচডি ওয়েবক্যাম, মাইক্রোফোন, ব্যাকলিট কিবোর্ড এবং পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।
Sponsored Links by Taboola