মেহেন্দি হাতে লাগিয়ে ছবি পোস্ট হবু কনে দেবলীনা কুমারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Dec 2020 05:08 PM (IST)
1
আর ২৪ ঘণ্টাও বাকি নেই। আগামীকালই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা। সাজ সাজ রব মহানায়ক উত্তমকুমারের বাড়িতে। প্রস্তুতি তুঙ্গে মেয়র পারিষদ দেবাশিস কুমারের বাড়িতেও। কারণ গাঁটছড়া বাঁধতে চলেছেন মহানায়কের নাতি গৌরব চট্টোপাধ্যায় এবংদেবাশিস কুমারের মেয়ে দেবলীনা কুমার। মেহেন্দি হাতে লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন হবু কনে।
2
পরনে নীল রঙের গাউন। কানে, গলায় ফুলের মালা।
3
হাত ভর্তি মেহেন্দি লাগিয়ে পোস দিয়েছেন তিনি।
4
ক্যাপশনে লেখা, মেহেন্দি লাগানো হয়ে গিয়েছে আমার হাতে।