ভালবাসায় বয়সের কোনও সীমা নেই, দৃষ্টান্ত স্থাপন বলিউডের
জিন গুডিনফকে বিয়ে করেন প্রীতি জিন্টা। ২০১৬ সালে বিয়ে হয় তাঁদের। প্রীতি জিন্টা জিনের থেকে ২ বছরের ছোট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅভিষেক বচ্চনের থেকে ২ বছরের বড় ঐশ্বর্য রাই বচ্চন। ২০০৭ সালে বিয়ে হয় তাঁদের।
বিপাশা বসুর থেকে করণ সিং গ্রোভার ৩ বছরের ছোট। ২০১৬ সালের ৩০ এপ্রিল তাঁদের বিয়ে হয়।
২০১৫ সালে কুণাল খেমু এবং সোহা আলি খানের বিয়ে হয়। তাঁদের বয়সের পার্থক্য ৬ বছর।
অভিনেতা তথা পরিচালক ফারহান আখতারের স্ত্রী তাঁর থেকে বড় ছিলেন। পরে অবশ্য তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।
বিখ্যাত নৃত্যশিল্পী তথা পরিচালক ফারহা খানের সঙ্গে বিয়ে হয় সম্পাদক শিরিষ কুন্দ্রার। শিরিষ কুন্দ্রা ফারহার থেকে ৮ বছরের ছোট।
২০১৮ সালে বিয়ে করেন প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাস। নিক জোনাস আমেরিকার সঙ্গীতশিল্পী। প্রিয়ঙ্কার থেকে ১০ বছরের ছোট নিক।
এক্ষেত্রে সবার প্রথমে আসে অমৃতা সিংহ এবং সইফ আলি খানের নাম। ১৯৯১ সালে তাঁদের বিয়ে হয়। অমৃতা সিংহ ১২ বছরের বড় ছিলেন। ২০০৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। পরে সইফ আলি খান করিনা কপূরকে বিয়ে করেন।
কথায় বলে কোনও রং, রূপ দেখে ভালবাসা হয় না। ভালবাসায় কোনও বয়সের সীমা থাকে না। বয়সের মাপকাঠি পেরিয়ে অনেকেই সম্পর্কে জড়িয়েছেন। শুধু তাই নয়, বিয়েও করেছেন তাঁরা। এমন অনেক বলিউড তারকা আছেন যারা ১২ বছরের বয়সের পার্থক্যে বিয়ে করে দৃষ্টান্ত তৈরি করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -