দিশা পাটানির সমুদ্র স্নান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Feb 2021 07:41 AM (IST)
1
সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে তাঁকে দেখা যায় এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি ছবিতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
২০১৬-য় বলিউডে পা রাখেন দিশা পাটানি।
3
তবে বলিউডে আসার আগে ২০১৫-য় দিশাকে দেখা যায় বরুণ তেজের বিপরীতে, লোফার ছবিতে।
4
এরপর বাগী ২, মালাঙ্গ, লোফার-এর মত বেশ কয়েকটি ছবিতে তাঁকে দেখা গিয়েছে।
5
এ ছাড়া জ্যাকি চ্যানের বিপরীতে চিনা অ্যাকশন ছবি কুংফু যোগা-তেও ছিলেন দিশা।
6
7
এরপর তাঁকে দেখা যাবে রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই ছবিতে। বিপরীতে রয়েছেন সলমন খান।
8
সব ছবি: ইনস্টাগ্রাম
9
সোশ্যাল মিডিয়ায় দিশা নিয়মিত পোস্ট করেন তাঁর ছবি। ইনস্টাগ্রামে তাঁর ৪ কোটির বেশি ফলোয়ার রয়েছেন।
ফটো গ্যালারি (photo-gallery) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -